Date : 16th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে বললেন বিচারপতি, কাগজে বিজ্ঞপ্তি দিতে নির্দেশটিম বাসে রোহিতের ছেড়ে যাওয়া সিট ‘বুক’ করলেন কুলদীপ, কিন্তু কেন? জানালেন নিজেইইরান-ইজরায়েল থেকে দেশে ফিরতে উদগ্রীব ভারতীয়রা, নীরব দিল্লিমহিলা বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে কলম্বোয়'পোস্টিং কি মেধাভিত্তিক হয়, নাকি...' অনিকেতদের মামলায় রাজ্যের থেকে রিপোর্ট চাইল হাইকোর্টবিধানসভার অধিবেশন পরিচালনার কাজে বাধা, সাসপেন্ড মনোজ-শঙ্কর, ওয়াকআউট বিজেপিরআমদাবাদের দুর্ঘটনায় মিলল বিমানের ককপিট ভয়েস রেকর্ডার, তদন্তে বড় অগ্রগতির আশাযান্ত্রিক ত্রুটি নাকি পাইলটের কোনও সিদ্ধান্ত? দুর্ঘটনার কারণ খুঁজতে আমদাবাদে বোয়িং বিশেষজ্ঞরাইরান ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরাচ্ছে সড়কপথে, আটকে ১০ হাজারের বেশি ছাত্রগুরুতর অসুস্থ আরও দুই অনশনকারী, যাঁদের একজন মহিলা! তবু আমরণ অনশনে অনড় চাকরিহারারা

জি ২০ বৈঠকে হাতে হাত মোদী-জিনপিংয়ের, সীমান্তে শান্তি নিয়ে কি কথা হল!

দ্য ওয়াল ব্যুরো: ইন্দোনেশিয়ার বালিতে জি ২০ (G 20) বৈঠকে মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এবং চিনা রাষ্ট্রপতি শি জিনপিং (Xi Jinping)। সীমান্তে সংঘর্ষ নিয়ে দুই দেশের ক্রমাগত চলতে থাকা বিবাদের মধ্যেই এদিন সন্ধেয় শী

জি ২০ বৈঠকে হাতে হাত মোদী-জিনপিংয়ের, সীমান্তে শান্তি নিয়ে কি কথা হল!

শেষ আপডেট: 15 November 2022 16:00

দ্য ওয়াল ব্যুরো: ইন্দোনেশিয়ার বালিতে জি ২০ (G 20) বৈঠকে মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এবং চিনা রাষ্ট্রপতি শি জিনপিং (Xi Jinping)। সীমান্তে সংঘর্ষ নিয়ে দুই দেশের ক্রমাগত চলতে থাকা বিবাদের মধ্যেই এদিন সন্ধেয় শীর্ষ বৈঠকে দু'জনের মোলাকাত হল। একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, দুই রাষ্ট্রপ্রধান একে অপরের সঙ্গে করমর্দন করছেন।

জি ২০ বৈঠকে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের জন্য ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইডোডো আয়োজিত একটি নৈশভোজের আয়োজন করা হয়েছিল। সেখানেই জিনপিংকে দেখে এগিয়ে আসেন নরেন্দ্র মোদী। এরপর ভারতের প্রধানমন্ত্রী ও চিনের রাষ্ট্রপতি একে অপরের সঙ্গে কথা বলেন। এর আগে দু'জন করমর্দনও করেন। এদিন সন্ধেয় দুই নেতাই জি ২০ প্রতিনিধিদের ঐতিহ্যবাহী বাটিক শার্ট পরেছিলেন।

তবে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে, দু'জনের মধ্যে টুকটাক কথাবার্তা হলেও দু'দেশের দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে কোনও আলোচনাই হয়নি। এও জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল, বুধবার বেশ কয়েকজন জি ২০ নেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। তবে চীন সেই তালিকায় নেই। উল্লেখ্য, ২০২০ সাল থেকেই দুই দেশের মধ্যে বিবাদ আরও বেড়েছে। পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে ভয়ঙ্কর যুদ্ধের পর চিনের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তারা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে জায়গা দখলের চেষ্টা করছে। এরপর থেকেই দুই দেশের ঠান্ডা সম্পর্ক আরও বেড়ে যায়।

এদিকে এদিনের বৈঠকে জ্বালানি সরবরাহের উপরে কোনও আন্তর্জাতিক বিধিনিষেধে ভারতের সায় নেই বলেও সাফ জানিয়ে দেন প্রধানমন্ত্রী। যেখানে পশ্চিমের দেশগুলো রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে, সেখানে আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সামনে দাঁড়িয়ে তাঁর এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

মঙ্গলবার বালিতে ওই বৈঠকে একেবারে স্পষ্ট করেই নরেন্দ্র মোদী জানিয়ে দেন যে, 'জ্বালানির চাহিদা মেটানোর অধিকার প্রত্যেকটি দেশেরই রয়েছে। তাই জ্বালানি সরবরাহে কোনও বিধিনিষেধই ভারত সমর্থন করবে না।' প্রসঙ্গত, ওই নিষেধাজ্ঞার পরেও মস্কো থেকে তেল কিনছে ভারত। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের সমালোচনা করেছেন। যদিও প্রধানমন্ত্রী যে সেসব সমালোচনায় কান দিচ্ছেন না, এদিনের বক্তব্যেই তা পরিষ্কার।

তাইওয়ানে চিনের স্বার্থ জড়িত, আমেরিকা যেন সীমা পার না করে, বাইডেনকে হুঁশিয়ারি জিনপিংয়ের


ভিডিও স্টোরি