শেষ আপডেট: 27th February 2022 16:17
দ্য ওয়াল ব্যুরো: একটা মন নিয়ে থাকলে সাফল্য আসবেই। এমন এক শহরে থেকে উশু গ্রামীন খেলায় ভারতকে বিশ্বসেরা করলেন কাশ্মীরের সাদিয়া তারিক (Sadia Tariq), যা কেউ ভাবতেও পারবেন না। এই আসর হওয়াটাই অনিশ্চিত ছিল, কিন্তু ক্রীড়াবিদরা বিভিন্ন শহর থেকে চলে গিয়েছেন বলে আর বাতিল করা যায়নি। ২২ ফেব্রুয়ারি থেকে উশু বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছিল। সেইসময় যুদ্ধের ঘনঘটাও ছিল না।
মাত্র ১৫ বছরের সাদিয়া মানসিক কাঠিন্যে অবাক করেছেন। কাশ্মীরের ওই তরুণীর ভূয়সী প্রশংসা করে বার্তা পাঠিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি লিখেছেন, ‘‘মস্কোয় উশু স্টারস চ্যাম্পিয়নশিপে সোনা জয় করার জন্য সাদিয়া তারিককে অভিনন্দন জানাতে চাই। সাদিয়ার এই সাফল্য দেশের উঠতি অ্যাথলিটদের আরও বেশি করে অনুপ্রাণিত করবে। তাঁর ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা রইল।’’
https://twitter.com/narendramodi/status/1497593763237019655
জবাবে সাদিয়া লেখেন, ‘‘স্যার, আমাকে অভিনন্দন জানানোয় আমি আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। এটি আমাদের জাতির জন্য একটি গর্বের মুহূর্ত এবং আমি অবশ্যই আমার ভারতকে গর্বিত করার চেষ্টা চালিয়ে যাব।’’
নিজের রাজ্যের কন্যার এই সাফল্যে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও প্রশংসা করেছেন সাদিয়ার। তিনি লিখেছেন, ‘‘এমন এক শহর থেকে তুমি সাফল্য আনলে যেটিতে নানা রাজনৈতিক ঘটনার রেশ, তুমি আমাদের গর্বিত করেছ।’’
ফাইনাল ম্যাচে সাদিয়া রাশিয়ার প্রতিপক্ষকেও হারিয়েছেন। এমনকি সাদিয়ার কাছে হারেন কাজাখস্তান এবং চেক সাধারণতন্ত্রের অ্যাথলিটরাও। জাতীয় জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে দুই বার সোনা জয় করেছেন মেয়েটি। তাঁর বাড়ি শ্রীনগরে। শ্রীনগরের কনভেন্ট স্কুলে তিনি দশম শ্রেণীতে পড়াশুনো করেন। সাদিয়ার বাবা তারিক লোন পেশায় একজন চিত্র সাংবাদিক। কিন্তু পড়াশুনোর বাইরে এমন এক খেলায় মেয়েকে দিয়েছেন, যা সাধারণরা ভাবতেই পারে না। সবাই ছোটে এলিট খেলার দিকে, কিন্তু উশু খেলাতেও যে আন্তর্জাতিক আঙিনায় সাফল্য সম্ভব, সেটি দেখাল এই পঞ্চদর্শী।