শেষ আপডেট: 22nd December 2020 16:54
দ্য ওয়াল ব্যুরো: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে যোগ হল নতুন পালক। তাঁকে 'লিজিয়ন অব মেরিট' সম্মান দিল ওয়াশিংটন। আজ, মঙ্গলবার হোয়াইট হাউসে মার্কিন জাতীয় উপদেষ্টা রবার্ট ও ব্রায়ানের হাত থেকে প্রধানমন্ত্রীর হয়ে এই সম্মান গ্রহণ করেছেন মার্কিন মুলুকে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত তরনজিত্ সিং সান্ধু। জানা গেছে, বিশ্বশক্তির আঙিনায় ভারতের যে উত্থান, তার পেছনে নরেন্দ্র মোদীর অবদান ও নেতৃত্ব অপরিহার্য বলে মনে করে আমেরিকা। এর পাশাপাশি ভারত-আমেরিকার যে কূটনৈতিক বোঝাপড়ার উন্নতি, তাও এই সম্মানের পেছনে এক গুরুত্বপূর্ণ কারণ হিসেবে রয়েছে।