Date : 11th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা

লোক নেই, জন নেই, ডাল লেকে কাকে হাত নাড়লেন মোদী!

দ্য ওয়াল ব্যুরো: তাঁর কাশ্মীর সফরের আপডেট সারা ক্ষণই সোশ্যাল মিডিয়ায় দেখছে নেটিজেনরা। দেখেছে, বরফে ঢাকা কাশ্মীরে, স্বর্গীয় সৌন্দর্যের মাঝে ভ্রমণ করার জন্য কাজের ফাঁকেও সময় বার করেছেন মোদী। তাঁর সেই নানা মুহূর্তের ছবি-ভিডিও টুইট করা হয়েছে বি

লোক নেই, জন নেই, ডাল লেকে কাকে হাত নাড়লেন মোদী!

শেষ আপডেট: 5 February 2019 03:51

দ্য ওয়াল ব্যুরো: তাঁর কাশ্মীর সফরের আপডেট সারা ক্ষণই সোশ্যাল মিডিয়ায় দেখছে নেটিজেনরা। দেখেছে, বরফে ঢাকা কাশ্মীরে, স্বর্গীয় সৌন্দর্যের মাঝে ভ্রমণ করার জন্য কাজের ফাঁকেও সময় বার করেছেন মোদী। তাঁর সেই নানা মুহূর্তের ছবি-ভিডিও টুইট করা হয়েছে বিজেপির অফিসিয়াল পেজে। সম্প্রতি, তেমনই একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে জল্পনা। টুইটারে চলেছে বিরোধীদের খোঁচা। ঝড় উঠেছে ব্যঙ্গ-বিদ্রূপের। ভিডিও-য় দেখা যাচ্ছে, কাশ্মীরের ডাল লেকে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লেকের উপরে মোটরবোটে রয়েছেন তিনি এবং নৌকায় দাঁড়িয়ে ক্রমাগত হাত নেড়ে চলেছেন। সেই ছবি আবার টুইটারে পোস্ট করে মোদী লিখেছেন, ‘‘ডাল লেক দেখে অভিভূত হয়ে যেতে হয়।’’ সত্যি, অভিভূত হওয়ার মতোই সৌন্দর্য। কিন্তু মোটরবোট থেকে তাঁর হাত নাড়া নিয়ে খোরাকে মজেছেন নেটিজেনরা। কারণ মোদী যে দিকে 'জনগণের উদ্দেশে' হাত নাড়ছিলেন, সে দিকে কেউই ছিল না। শুধু নেটিজেনরা নয়, মোদীকে ছাড়েননি রাজনৈতিক নেতানেত্রীরাও। দেখে নিন সেই ভিডিও। https://twitter.com/BJP4India/status/1092048357374099459 পিডিপি নেত্রী মেহবুবা মুফতি লিখেছেন, ‘‘উপত্যকায় বিজেপির অসংখ্য কাল্পনিক বন্ধুর উদ্দেশে হাত নাড়ছেন মোদী।’’ ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লার কটাক্ষ, ‘‘যাঁরা প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে হাত নাড়ছিলেন, তাঁদের ছবি না তুলে ফোটোগ্রাফার মস্ত অন্যায় করেছেন। কারণ, মোদী তো আর কোনও ভাবেই ফাঁকা হ্রদের দিকে হাত নাড়বেন না!’’ কংগ্রেস নেতা সলমন নিজামি আবার মনে করছেন, "মোদী পাহাড়ের উদ্দেশে হাত নাড়ছেন।" https://twitter.com/MehboobaMufti/status/1092369139459649540 প্রধানমন্ত্রীর কাশ্মীর সফরের প্রেক্ষিতে হরতালের ডাক দিয়েছিল বিচ্ছিন্নতাবাদীরা। তার জেরে প্রায় জনহীন ছিল শ্রীনগরের পথঘাট। শহরের দোকান-বাজার-রেস্তোরাঁ সবই বন্ধ ছিল। দেখা যায়নি পর্যটকের ভিড়। স্থানীয় বাসিন্দারাও রাস্তায় বিশেষ ছিলেন না। ডাল লেকের তীরও ছিল জনশূন্য। তাই সকলেরই প্রশ্ন একটাই। গোটা শ্রীনগর যেখানে তালাবন্দি, সেখানে ডাল লেকের তীরে প্রধানমন্ত্রী কাদের উদ্দেশে হাত নাড়লেন! https://twitter.com/OmarAbdullah/status/1092311714337558529 এক দিনের কাশ্মীর সফরে প্রথমে লাদাখের লে শহরে যান নরেন্দ্র মোদী। সেখানে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলার পরে তিনি কিছু শিক্ষা এবং বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের উদ্বোধন করেন। এর পরে তিনি জম্মু পৌঁছন। সেখানেও শিক্ষা ও পরিকাঠামোগত একাধিক প্রকল্পের সূচনা করেন তিনি। সব শেষে শ্রীনগরে গিয়ে, কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পরে, তিনি ডাল লেকে যান নৌকাবিহারে। https://twitter.com/iamsidqatar/status/1092072301464616960

বিরোধীদের টুইটার আক্রমণের জবাবে অবশ্য এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি বিজেপি শিবির। এ বিষয়ে মন্তব্য করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

দেখে নিন, টুইটারে ছড়িয়ে পড়া নানা মজা। https://twitter.com/RuralPsycho/status/1092108118937427968 https://twitter.com/Rita_Banerji/status/1092112343402799108 https://twitter.com/TahirsyeedK/status/1092136669224947712

ভিডিও স্টোরি