শেষ আপডেট: 21st September 2023 05:27
দ্য ওয়াল ব্যুরো: তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম প্রজাতন্ত্র দিবসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদী। চব্বিশের লোকসভা ভোটের আগে প্রজাতন্ত্র দিবসের (Republic Day) অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আমন্ত্রণ করলেন প্রধানমন্ত্রী (PM Modi invited Joe Biden)। সাউথ ব্লক সূত্রে খবর বাইডেনের পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে আমন্ত্রণ জানানো হতে পারে।
ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া ও জাপান এই চার দেশের ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি কৌশলগত সম্পর্কের অক্ষ রয়েছে। একে বলা হয় কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়লগ তথা কোয়াড। মূলত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনা আগ্রাসনের মোকাবিলা করতেই এই কৌশলগত অক্ষ তৈরি হয়েছে।
প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বিদেশি রাষ্ট্রনেতাদের আমন্ত্রণের রীতি বহুদিনের। তবে অনেকের মতে, লোকসভা ভোটের আগে কোয়াডের সদস্যভুক্ত বাকি তিন দেশের রাষ্ট্রনেতাকে আমন্ত্রণ জানিয়ে মোদী তাঁর বিশ্বগুরু হয়ে ওঠার ভাবমূর্তি ঘরোয়া রাজনীতিতে তুলে ধরতে চাইছেন। কূটনৈতিক দৌত্যের আড়ালে রাজনৈতিক অভীষ্ট লাভ করাই হয়তো লক্ষ্য।
আরও পড়ুন: মোদী সরকারে মাত্র ৩ শতাংশ সচিব ওবিসি, মায়ের মতই জাতি গণনার দাবি তুললেন রাহুল গান্ধী