শেষ আপডেট: 21st May 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: সুপার সাইক্লোন উমফান বিধ্বস্ত বাংলার জন্য হাজার কোটি টাকার পাশাপাশি, পড়শি রাজ্য ওড়িশার জন্যও ৫০০ কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবারই জরুরি সফরে বাংলায় আসেন প্রধানমন্ত্রী। আকাশপথে ঘুরে দেখেন বিধ্বস্ত এলাকা। এর পরে তিনি যান ওড়িশা। আকাশ পথে ঘুরে দেখেন জগৎসিংহপুর, কেন্দ্রাপড়া, ভদ্রক, বালাসোর, ময়ূরভঞ্জ। দেড় ঘণ্টা ধরে সেখানকার পরিস্থিতিও খতিয়ে দেখে, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ও রাজ্যপাল গণেশী লালের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। রাজ্যের কাছে ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ চান। এর পরেই ঘোষণা করেন ৫০০ কোটি টাকার সহায়তার। মোদীর ওড়িশা পরিদর্শনের সময়ে কেন্দ্রের তরফে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং প্রতাপ সারেঙ্গি। সকলের সঙ্গে রিভিউ মিটিং করেন প্রধানমন্ত্রী। যত তাড়াতাড়ি সম্ভব আর্থিক সহায়তা ও পুনর্বাসনের আশ্বাস দেন তিনি। এর পরে বিরজু পট্টনায়েক বিমানবন্দর থেকে ফিরে যান দিল্লির উদ্দেশে।