দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: পথশ্রী প্রকল্পের রাস্তা পরিদর্শনে গিয়ে রেগে গেলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি। শনিবার রায়না ২ নম্বর ব্লকে রাস্তা পরিদর্শনে গিয়েছিলেন জেলাশাসক। সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের আধিকারিকরা। পথশ্রী প্রকল্পের বেশ কয়েকটি রাস্তা পরিদর্শন করেন তিনি।
মীরপুর থেকে রামচন্দ্রপুর কালিতলা পর্যন্ত ১.৭ কিলোমিটার নতুন রাস্তা দেখতে গিয়ে রাস্তার হাল দেখে তিনি ক্ষোভ উগরে দেন। বিডিও অনিশা যশও দায়িত্বে থাকা বাস্তুকারকে রীতিমতো ধমক দেন। বলেন, “আপনারা ভাবলেন আমি রাস্তা দেখতে এসে হুশ করে গাড়ি নিয়ে চলে যাব।” একরকম প্রস্তুতি নিয়েই রাস্তার কাজ দেখতে গিয়েছিলেন তিনি। কোদাল দিয়ে পিচ রাস্তা খুঁড়ে জেলাশাসককে দেখাতে হয় রাস্তার হালহকিকত। এতেই চক্ষু চড়কগাছ জেলাশাসক পূর্ণেন্দু মাঝির। হাত দিতেই পিচ উঠে আসছে রাস্তা থেকে। এই অবস্থা দেখেই রেগে যান তিনি।
স্থানীয় বাসিন্দা রফিক সেখ, সনাতন রায়রা বলেন, “রাস্তার কাজ খুব খারাপ হয়েছে। হাত দিয়ে পিচ তোলা যাচ্ছে। আমরা চাই সঠিকভাবে রাস্তা তৈরি করা হোক।” গ্রামের মানুষদের সঙ্গে কথা বলে তাঁদের অভাব অভিযোগ শোনেন জেলাশাসক। এরপরেই নতুন করে রাস্তা তৈরির জন্য বিডিওকে নির্দেশ দেন। কয়েকদিন আগে জেলা প্রশাসনের বাস্তুকার সহ আধিকারিকরা রাস্তা পরিদর্শনে গিয়েছিলেন। এলাকার ভূমিপুত্র তথা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারও রাস্তার কাজের মান নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন।
এদিন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি বলেন, “গ্রামের বাসিন্দারা রাস্তার কাজ নিয়ে অভিযোগ করেছিলেন। তাই আমরা কাজ দেখতে যাই। সেখানে বেশ কিছু কাজের গরমিল পাওয়া গেছে। নির্মাণকারী সংস্থা রাস্তা ঠিক করে দেবে বলে কথা দিয়েছে।”