দ্য ওয়াল ব্যুরো: পাইলটের নামে শ্লীলতাহানির অভিযোগ আনলেন এয়ার হোস্টেস। গত ৪ মে আমেদাবাদ-মুম্বই ফ্লাইটে তাঁর শ্লীলতাহানি হয়েছে বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে, আমেদাবাদ থেকে মুম্বই আসার সময় প্লেনে পাইলটের সঙ্গে ওই এয়ার হোস্টেসের ঝগড়াঝাঁটি হয়েছিল। পরে ওই মহিলা সাহার থানায় শ্লীলতাহানির অভিযোগ করেন। পুলিশ এখন তদন্ত চালাচ্ছে। ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় মামলাও করা হয়েছে।