শেষ আপডেট: 19th July 2020 05:06
কোভিড হাসপাতালে চরে বেড়াচ্ছে শুয়োরের দল! ভাইরাল কর্নাটকের ভিডিও, তীব্র নিন্দা নেটিজেনদের
দ্য ওয়াল ব্যুরো: কোভিড হাসপাতালের ভিতরে অবাধে চরে বেড়াচ্ছে একপাল শুয়োর! কর্নাটকের সরকারি হাসপাতালের এমনই একটি ভিডিও সামনে আসার পরে তা ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশিই সমালোচনা ও নিন্দার ঝড় বয়ে গেছে নেট দুনিয়ায়। প্রশ্ন উঠেছে, হাসপাতালে শুয়োর ঢুকল কীভাবে! এই পরিস্থিতিতে রোগীদের পরিচ্ছন্নতারই বা কি নিশ্চয়তা রয়েছে! জানা গেছে, ঘটনাটি কর্নাটকের কালবুর্গি গুলবর্গা জেলার সরকারি কোভিড হাসপাতালের। করিডর-জুড়ে একদল শুয়োর এমন ভাবে ঘুরে বেড়াচ্ছে, যেন এটা তাদেরই জায়গা। আশপাশের অনেকেই শুয়োরগুলিকে দেখলেও, কারও কোনও হেলদোল নেই। দেখে রীতিমতো আঁতকে উঠেছেন নেটিজেনরা। https://twitter.com/nagarjund/status/1284513663433322496 প্রসঙ্গত উল্লেখ্য, এ দেশে কোভিডে প্রথম মৃত্যু হয়েছিল এই কালবুর্গির হাসপাতালেই। সেখানকার এমন দশা দেখে ক্ষোভে ও সমালোচনায় ফেটে পড়েছেন সাধারণ মানুষ। এর পরেই নড়ে বসেছে প্রশাসন। জেলার ডেপুটি কমিশনার হাসপাতাল পরিদর্শনে চলে যান। নির্দেশ দেন যত দ্রুত সম্ভব শুয়োরগুলিকে যেন বন্দি করা হয়। কার থেকে এই শুয়োরগুলি এসেছে তা জেনে সেই অসচেতন মালিকের বিরুদ্ধে মামলাও রুজু করার কথা বলেছেন ডেপুটি কমিশনার। পাশাপাশি কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামালু-ও দাবি করেছেন, কালবুর্গি হাসপাতালের ওই ভিডিওটি নাকি তিন বছরের পুরনো। কিন্তু একইসঙ্গে তিনি এ-ও বলেন, হাসপাতালে সব শুয়োরকে ধরা হয়েছে, এমনটা যাতে আর না হয় সে জন্য সব আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। শুয়োরের মালিকের বিরুদ্ধেও পদক্ষেপ করা হবে। প্রশ্ন উঠেছে, ভিডিও-টি যদি তিন বছরের পুরনোই হবে, তাহলে সরকারি স্তরে এত দ্রুত পদক্ষেপ করার কারণ কী। তবে এই ভিডিওর সত্যতা 'দ্য ওয়াল' যাচাই করেনি। এ বিষয়ে গুলবর্গার কংগ্রেস বিধায়ক প্রিয়াংক খার্গে বলেন, "ঘটনাটি ওই হাসপাতালেই ঘটেছে সাম্প্রতিক সময়ে। আমি দেখেছি। তবে এটাই মাথায় ঢোকেনি, শুয়োরগুলো হাসাপাতালে ঢুকল কী করে।" তাঁর দাবি, ওই জেলার ইন-চার্জ তথা কর্নাটকের উপমুখ্যমন্ত্রী গোবিন্দ এম কারজোল এই ঘটনার জন্য দায়ী। একটি সূত্রের খবর, হাসপাতালে কুকুর ও শুয়োরের দৌরাত্ম্য রুখতে এপ্রিল মাসেই প্রশাসনকে চিঠি দিয়ে ব্যবস্থা নিতে বলেছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। তার পরেও পরিস্থিতি বদলায়নি।