শেষ আপডেট: 30th January 2025 19:39
দ্য ওয়াল ব্যুরো: গত বছর উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক থেকে ভারী চেহারার এক পুলিশ কর্তার উদ্দেশ্যে রাজ্যের প্রশাসনিক প্রধানের পরামর্শ ছিল, 'এবার একটু শরীরচর্চা করুন'। "হ্যাঁ, ম্যাডাম করি তো" জবাব শুনে রেগে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরক্তির সুরে বলেছিলেন, "কী হাঁটাহাঁটি করেন সেটা তো আপনার মধ্যপ্রদেশ দেখেই বোঝা যাচ্ছে!" হাসির রোল উঠেছিল সেই বৈঠকে।
দেরিতে হলেও প্রশাসনিক প্রধানের সেই পরামর্শই এবার নির্দেশ আকারে শোনালেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এদিন কলকাতা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে পুলিশ কর্মীদের শারীরিক গঠন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন নগরপাল মনোজ ভার্মা। সাফ জানিয়ে দেন, ফিজিক্যাল ফিটনেস খুবই জরুরি। এজন্য এখন থেকে প্রত্যেক পুলিশ কর্মীকে দেড় থেকে দু'ঘণ্টা শরীর চর্চার নির্দেশও দেন তিনি।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সিপি বলেন, "আমাদের পেশায় শারীরিক ভাবে ফিট থাকা অত্যন্ত জরুরি। সবাই আমি বলেছি, শরীর চর্চার জন্য দিনে দেড় থেকে দু'ঘণ্টা দিতে। সকালে বা বিকেলে, যখন হোক এটা করতে হবে। আমরা ফিজিক্যাল ফিট যদি থাকি তাহলে কাজে আমাদেরই সুবিধা হবে।"
প্রসঙ্গত, ফিটনেসের নিরিখে এখনও অনেককে টেক্কা দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২৩ জানুয়ারি তা চাক্ষুষ করেছিল আলিপুরদুয়ারের সুভাষিণী চা বাগানে হাজির হওয়া হাজার হাজার মানুষ।
অনুষ্ঠান শেষে দিদি, দিদি সম্বোধন শুনে হাসিমুখে জনতার ভিড়ের দিকে শুধু এগিয়েই যাননি, নিরাপত্তার কারণে তিন ধাপে যে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছিল, জনতার সঙ্গে হাত মেলাতে এক লাফে সেই বাঁশের ব্যারেকেডের প্রথম ধাপেই উঠে পড়েন তিনি! সরকারি হিসেবে, মুখ্যমন্ত্রীর বয়স ৭০। ফলে বলার অপেক্ষা রাখে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফিটনেস কিন্তু এখনও বেশ ইর্ষণীয়!
অথচ বহু পুলিশ কর্মীকে মধ্যবয়সেই দেখা যায় দৌড়ানো তো দূরে থাক হনহনিয়ে হাঁটতেও পারেন না। এবার কলকাতা পুলিশের ক্রীড়া অনুষ্ঠান থেকে এ বিষয়েই পুলিশ কর্মীদের সতর্ক করলেন কলকাতার পুলিশ কমিশনার। যার ফলে একাংশ পুলিশ কর্মীর চাপ যে বাড়ল তা বলাইবাহুল্য। এখন দেখার ভারী চেহারার পুলিশ কর্মীরা কী করেন।