শেষ আপডেট: 2nd November 2018 02:30
দ্য ওয়াল ব্যুরো: ফের কিছুটা কমলো পেট্রোল-ডিজেলের দাম৷ বাড়ল সাধারণ মানুষের স্বস্তি। শুক্রবার রাজধানীতে ১৯ পয়সা কমে প্রতি লিটার পেট্রলের দাম হয় ৭৯.১৮ টাকা এবং ১৪ পয়সা দাম কমে ডিজেলের দাম প্রতি লিটারে হয় ৭৩.৬৪ টাকা৷ গত রবিবারই আম জনতাকে খানিকটা স্বস্তি দিয়ে জ্বালানির দাম হ্রাস পায়৷ পেট্রোলের দাম লিটার পিছু ৪০ পয়সা ও ডিজেলের দাম লিটার পিছু ৩৫ পয়সা কমেছিল৷ তার পরে ফের শুক্রবারের দাম কমায় খুশি সাধারণ মানুষ। গত বেশ কয়েক মাস ধরে এক নাগাড়ে প্রায় প্রতি দিনই নিয়ম করে বেড়েছে জ্বালানির দাম৷ নিত্য প্রয়োজনীয় জিনিসেও এর প্রভাব পড়ার আশঙ্কা ছিল৷ কেন্দ্র ও পেট্রোলিয়াম প্রস্তুতকারক সংস্থাগুলির যুক্তি ছিল, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় দেশে জ্বালানির দাম লাগামছাড়া হয়ে উঠেছিল৷ এর সঙ্গে যুক্ত ছিল বেশ কিছু আন্তর্জাতিক কারণও৷ কিন্তু পরিস্থিতি খুব বেশি খারাপ হওয়ার আগেই সামাল দেওয়া গিয়েছে তেলের দাম।