Date : 17th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
কয়েকমাসের ব্যবধানে আবার ডোমজুরের একটি কারখানায় আগুন লাগল, ঘটনাস্থলে দমকলের দু'টি ইঞ্জিনশক্তির স্বার্থেই রাশিয়ার পাশে ভারত, ন্যাটো প্রধানের হুঁশিয়ারিকে পাত্তাই দিল না নয়াদিল্লিভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি সই হতে পারে সামনের সপ্তাহেই! কম দামে মিলবে হুইস্কি, ওয়াইননিকোপার্কে যুবকের মৃত্যু: পরিবারের অভিযোগ গাফিলতির, ময়নাতদন্তে হৃদরোগে মৃত্যুর ইঙ্গিতকল্যাণী স্টেডিয়ামেই হবে ডার্বি, তবে পিছল দিনমিলিয়ে মিশিয়ে হাজারের উপর নামকরণ করে ফেলেছেন মমতা, এখনও তালিকা অফুরন্ত, জানালেন নিজেইগোপালগঞ্জ: পুলিশ রিপোর্টে আ-লিগ কর্মীদের মৃত্যুর কারণ লেখা নেই, সেনাকে আড়াল করাই লক্ষ্য?আইআইটি সমাবর্তনে 'কালা চশমা' মুহূর্ত, 'কুল' ছাত্র-প্রফেসরের রসায়ন ভাইরালউত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের করিডোরে ভবঘুরের দেহ খুবলে খেল কুকুরমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হবে এবারের ডুরান্ডের উদ্বোধন

কমল পেট্রল-ডিজেলের মূল্য, মঙ্গলবার কোন শহরে জ্বালানির দাম কত!

দ্য ওয়াল ব্যুরো: নভেম্বরের প্রথম দিনেই স্বস্তি মিলল মধ্যবিত্তের। ভারতে (India) দাম কমে কিছুটা সস্তা হল পেট্রল (Petrol) ও ডিজেল (Diesel)। লিটার প্রতি পেট্রলের দাম কমেছে ৪২ পয়সা। যার ফলে পেট্রলের নয়া দাম দাঁড়াল ১০৫.৬১ টাকা লিটার। আর ডিজেলের

কমল পেট্রল-ডিজেলের মূল্য, মঙ্গলবার কোন শহরে জ্বালানির দাম কত!

শেষ আপডেট: 31 October 2022 21:41

দ্য ওয়াল ব্যুরো: নভেম্বরের প্রথম দিনেই স্বস্তি মিলল মধ্যবিত্তের। ভারতে (India) দাম কমে কিছুটা সস্তা হল পেট্রল (Petrol) ও ডিজেল (Diesel)। লিটার প্রতি পেট্রলের দাম কমেছে ৪২ পয়সা। যার ফলে পেট্রলের নয়া দাম দাঁড়াল ১০৫.৬১ টাকা লিটার। আর ডিজেলের দাম লিটার প্রতি কমেছে ৩৮ পয়সা। এর জেরে এখন ডিজেলের দাম ৯২.৩৮ টাকা লিটার। সোমবার সন্ধেতেই পেট্রল ও ডিজেলের দাম কমানোর কথা ঘোষণা করা হয়। সেই অনুযায়ী মঙ্গলবারই দাম কমল জ্বালানির। উল্লেখ্য, গত সাত মাসে এই প্রথম জ্বালানির দাম কমল দেশে।

মঙ্গলবার কলকাতায় পেট্রলের লিটার প্রতি দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেল লিটার প্রতি ৯২.৭৬ টাকা। বাণিজ্যনগরী মুম্বইতে আজ পেট্রল লিটার প্রতি ১০৬.৩১ টাকা এবং ডিজেল লিটার প্রতি ৯৪.২৭ টাকা। দিল্লিতে পেট্রল লিটার প্রতি ৯৬.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৬২ টাকা। বেঙ্গালুরুতে আজ পেট্রল লিটার প্রতি ১০১.৯৪ টাকা এবং ডিজেল লিটার প্রতি ৮৭.৮৯ টাকা। আর একদম দক্ষিণে চেন্নাইতে মঙ্গলবার পেট্রল লিটার প্রতি বিকোচ্ছে ১০২.৬৩ টাকায় এবং ডিজেলের লিটার প্রতি দাম রয়েছে ৯৪.২৪ টাকা। দেখা যাচ্ছে, দেশের এই পাঁচটি বড় শহরেই পেট্রলের দাম ১০০ টাকার প্রায় কাছাকাছি চলে এসেছে। এমনকি রাজধানী শহরে তো ১০০ টাকারও নীচে।

সম্প্রতি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের প্রভাব পড়েছে ভারতীয় বাজারেও। গত সপ্তাহেই দেশের একাধিক রাজ্যে জ্বালানির দামেও এর প্রভাব পড়ে। লক্ষ্যণীয় বিষয় হল, আন্তর্জাতিক বাজারে বহুদিন ধরেই জ্বালানির দাম ব্যারেল প্রতি ৯৫ ডলারের নীচে রয়েছে। তাই দেশীয় বাজারেও পেট্রল-ডিজেলের আকাশছোঁয়া দাম থেকে কিছুটা রেহাই মিলবে বলে আশা করছিলেন সাধারণ মানুষ। এবার তাঁদের সেই আশাই পূর্ণতা পেল।

দুয়ারে সরকার ক্যাম্পে ফড়েদের রুখতে কঠোর নবান্ন, জারি নির্দেশিকা


ভিডিও স্টোরি