শেষ আপডেট: 9th November 2021 06:07
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় পেট্রল-ডিজেলের (Petrol-Diesel Price) দাম সবসময়েই ওঠানামা করে। কেন্দ্র শুল্ক কমানোর আগে লিটার প্রতি জ্বালানি তেলের দাম বেড়েই চলেছিল। শুল্ক হ্রাসের পরে পেট্রল ও ডিজেলের লিটার প্রতি দাম কমেছে কলকাতায়। তবে দেশের অন্যান্য রাজ্যগুলি যেমন জ্বালানি তেলের ওপর শুল্ক আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে, পশ্চিমবঙ্গ এখনও সেই পথে হাঁটেনি। তাই জ্বালানি তেলের দাম কমছে বা বাড়ছে সেই নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। তবে আজ শহরে লিটার প্রতি পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিত আছে, নতুন করে দামের হেরফের হয়নি। কলকাতায় আজ লিটার প্রতি পেট্রলের দাম ১০৪ টাকা ৬৭ পয়সা। ডিজেল লিটার প্রতি ৮৯ টাকা ৭৯ পয়সা। গতকালও পেট্রল-ডিজেলের দাম একই ছিল। এই নিয়ে টানা চারদিন লিটার প্রতি জ্বালানি তেলের দাম অপরিবর্তিত আছে। রাজ্যে পেট্রোল ডিজেলের ওপর থেকে ভ্যাট কমানোর দাবিতে আজও পেট্রোল পাম্পে বিক্ষোভ কর্মসূচি রয়েছে বিজেপির। দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, জেলায় জেলায় মানুষকে বিষয়টি জানাতে প্রচার চালানো হবে। কলকাতায় দুদিন আগেও লিটার প্রতি পেট্রল ৩৪ পয়সা বেড়ে দাম হয়েছিল ১১০ টাকা ৪৯ পয়সা। ডিজেল ছিল লিটার প্রতি ১০১ টাকা ৫৬ পয়সা। কেন্দ্র শুল্ক ছাঁটাইয়ের পরে কলকাতায় লিটার প্রতি ৫ টাকা ৮২ পয়সা কমেছে পেট্রলের দাম, আর ডিজেলের দাম কমেছে লিটার প্রতি ১১ টাকা ৭৭ পয়সা। দীপাবলির প্রাক্কালে পেট্রলের লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলের লিটারপ্রতি ১০ টাকা উৎপাদন শুল্ক কমানোর কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এই ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই ৯টি বিজেপি শাসিত রাজ্যও ঘোষণা করেছে জ্বালানি তেলের উৎপাদন শুল্ক আরও কিছুটা কমানো হবে। ফলে পেট্রল-ডিজেলের দাম আরও কমবে। অসম, ত্রিপুরা, মনিপুর, কর্নাটক, গোয়া, উত্তরপ্রদেশ, গুজরাত, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে লিটার প্রতি পেট্রল ও ডিজেলের দামে ভ্যাট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অসম, মণিপুর, ত্রিপুরা, কর্নাটক ও গোয়ায় এখনই লিটার প্রতি পেট্রল ও ডিজেলের ভ্যাট কমানো হয়েছে ৭ টাকা করে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে জ্বালানির শুল্ক কমানোর সিদ্ধান্ত নিলেও পশ্চিমবঙ্গে কী হবে তা এখনও নিশ্চিত নয়। নবান্নের এক কর্তার আভাস, কমানোর উপায় খতিয়ে দেখা হয়েছে। ফের দেখা হবে। তবে রাজ্য কোষাগারের হাল ভালো নয়। বিধানসভা ভোটের প্রতিশ্রুতি রাখতে গিয়ে নুন আনতে পান্তা ফুরনোর দশা। বাংলাতেও দাম কমাতে হবে, এই দাবিতে বিজেপি বুধবার রাত থেকেই কোমর বেঁধে নেমে পড়েছেন বিজেপি নেতারা। একের পর এক টুইট করছেন তাঁরা। তাঁদের দাবি, কেন্দ্রীয় সরকার এবং বিজেপি শাসিত রাজ্যগুলির দৃষ্টান্ত মেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও শুল্ক কমাক। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'