শেষ আপডেট: 10th October 2021 02:36
পঞ্চমীতেও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম! পুজোর মুখে টানা ৫ দিন রেকর্ড বৃদ্ধি
দ্য ওয়াল ব্যুরো: টানা পাঁচ দিন বাড়ল পেট্রোল ডিজেলের (Petrol Diesel) দাম। পুজোর মুখে জ্বালানী তেলের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠছে আমজনতার। রবিবার ফের পেট্রোল আর দিজেলের দাম বেড়েছে শহরে। পঞ্চমীতে আরও একবার আগের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি হয়েছে জ্বালানী তেলের দামে। লখিমপুর কাণ্ডে আশিস মিশ্র গ্রেফতার, পুলিশি জেরায় পর্যুদস্ত মন্ত্রীপুত্র রবিবার পেট্রোলের দাম নতুন করে ২৮ পয়সা বেড়েছে। এছাড়া ৩৫ পয়সা বেড়েছে ডিজেলের দাম। এর ফলে কলকাতায় এই মুহূর্তে পেট্রোলের দাম গিয়ে দাঁড়ালো ১০৪ টাকা ৮০ পয়সা প্রতি লিটার। ডিজেল লিটার প্রতি হল ৯৫ টাকা ৯৩ পয়সা। পুজোর শহরে গাড়ি নিয়ে ঘোরার ভাবনা যাঁদের আছে, তাঁদের চিন্তায় রাখবে জ্বালানীর এই অগ্নিমূল্য। পুজোর মুখে রোজ রোজ পেট্রোপণ্যের এই মূল্যবৃদ্ধি একেবারেই ভাল চোখে দেখছে না মধ্যবিত্তরা। কেন্দ্র রাজ্য উভয় সরকারের কাছেই দাম কমানোর আর্জি জানিয়েছেন তাঁরা। এদিকে হেঁশেলে ছ্যাঁকা দিচ্ছে রান্নার গ্যাসের দামও। ক্রমশ তা হাজারের দিকে এগোচ্ছে। এভাবে চলতে থাকলে পুজো কীভাবে কাটবে, ভেবে পাচ্ছেন না সাধারণ মানুষ। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'