Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
'বৃষ্টি হলেও জল দাঁড়াচ্ছে না, অতিবৃষ্টিতেও দ্রুত সরছে', পাতিপুকুরের উদাহরণ টানলেন ফিরহাদমর্নিংওয়াকে বেরিয়েছিলেন হায়দরাবাদের সিপিআই নেতা, চোখে লঙ্কাগুঁড়ো ছুড়ে গুলি করে মারল আততায়ীরাপ্রেমিকের সঙ্গে মিলে হবু বরকে খুন করেন তরুণী! 'ভুল' সংশোধনে আশার আলো দেখাল সুপ্রিম কোর্টছোট পর্দায় ফিরছেন সন্দীপ্তা, এবার হিন্দি সিরিয়ালের নায়িকা রূপে নিজেকে প্রমাণ করবেন 'দুর্গা' পণের জন্য মারধর, শ্বশুরের যৌন হেনস্থায় সায় ছিল স্বামীর! শেষমেশ মেয়েকে নিয়ে আত্মঘাতী বধূ'মমতার মতো প্রধানমন্ত্রী পার্টি আর সরকারি সভাকে গুলিয়ে ফেলেন না', খোঁচা দিলীপেরআত্মহত্যার হুমকি দিয়েছিলেন আগেই! ওড়িশায় ছাত্রী-মৃত্যুতে 'প্রাতিষ্ঠানিক হত্যা' বলছেন বিরোধীরা খেজুরির মেলায় দু'জনের মৃত্যুতে রাজনৈতিক তরজা, দ্বিতীয়বার ময়নাতদন্ত চেয়ে হাইকোর্টে পরিবারভারতে ঢুকল টেসলা, এসইউভি ওয়াই মডেল দিয়ে শুরু, দামের পুরো তালিকা দিল মাস্কের কোম্পানিমৃত্যু হয়েছিল অন্তত ১০ বছর আগে! হায়দরাবাদের কঙ্কাল কাণ্ডে মোড় ঘোরাল পুরনো ফোন, বাতিল নোট

পেট্রল সাড়ে ৯ টাকা, ডিজেল ৭ টাকা সস্তা হল, অন্তঃশুল্ক ছাড় দিয়ে সুরাহার চেষ্টা মোদী সরকারের

দ্য ওয়াল ব্যুরো: পেট্রল, ডিজেলের দামে যখন রীতিমতো ছ্যাঁকা লাগছে, তখন বড় রকমের অন্তঃশুল্ক (Excise Duty) ছাড়ের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaraman)। এর ফলে পেট্রলের দাম লিটার প্রতি সাড়ে ৯ টাকা কমবে। ড

পেট্রল সাড়ে ৯ টাকা, ডিজেল ৭ টাকা সস্তা হল, অন্তঃশুল্ক ছাড় দিয়ে সুরাহার চেষ্টা মোদী সরকারের

শেষ আপডেট: 21 May 2022 08:17

দ্য ওয়াল ব্যুরো: পেট্রল, ডিজেলের দামে যখন রীতিমতো ছ্যাঁকা লাগছে, তখন বড় রকমের অন্তঃশুল্ক (Excise Duty) ছাড়ের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaraman)। এর ফলে পেট্রলের দাম লিটার প্রতি সাড়ে ৯ টাকা কমবে। ডিজেলের দাম কমবে লিটার প্রতি ৭ টাকা।

শনিবার সন্ধ্যায় ধারাবাহিক টুইট করে সীতারামন জানিয়েছেন, এর ফলে কেন্দ্রের সরকারের ১ লক্ষ কোটি টাকা রাজস্ব ক্ষতি হবে। নির্মলা আর্জি জানিয়েছেন, এর পর রাজ্য সরকারগুলিও যেন একই ভাবে কর কমিয়ে সাধারণ মানুষকে সুরাহা দেওয়া চেষ্টা করে। তাঁর কথায়, আমি সব রাজ্যকে অনুরোধ করছি, বিশেষ করে যে রাজ্যগুলি আগের বার তথা গত নভেম্বর মাসে কর কমায়নি তাদের বলছি, আপনারাও একই রকম ছাড় দিন। তাতে সাধারণ মানুষের উপকার হবে।

উজ্জ্বলার গ্যাসে ২০০ টাকা ভর্তুকি মিলবে, ঘোষণা কেন্দ্রের

কদিন আগে সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) পেট্রল-ডিজেলের দামের প্রসঙ্গ তুলেছিলেন। তিনি বলেছিলেন, বেশ কয়েকটি রাজ্য কর কমিয়ে মানুষকে সুরাহা দিয়েছে। কিন্তু অনেক রাজ্য তা করেনি। যেমন পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, মহারাষ্ট্র, তেলঙ্গনা, ঝাড়খণ্ড। তার ফলে একে তো এই রাজ্যগুলোতে মানুষের দুর্ভোগ অব্যাহত রয়েছে। তেমনই পাশাপাশি দুই রাজ্যের মধ্যে বৈষম্যের পরিস্থিতি তৈরি হয়েছে।

নরেন্দ্র মোদীর এ হেন কথার কড়া জবাব দিতে চেয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেছিলেন, পশ্চিমবঙ্গ আর ছাড় দেবে কী করে? ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত পেট্রোপণ্যে কর বাবদ কেন্দ্র ১৭ লক্ষ কোটি টাকা অতিরিক্ত আয় করেছে। আর রাজ্যের বেলায় জ্ঞানের কথা! কেন্দ্রের কাছে ৯২ হাজার কোটি টাকা পাওনা রয়েছে রাজ্যের। আগে সেই টাকা দিক কেন্দ্র।

অনেকের মতে, মুখ্যমন্ত্রীর এ কথাতেই পরিষ্কার যে বাংলা আর ভ্যাট কমানোর মতো অবস্থায় নেই। অর্থাৎ সেই আর্থিক পরিসর নেই রাজ্যের।

https://twitter.com/nsitharaman/status/1527999334570029059

বিস্তারিত আসছে...

আরও পড়ুন: লক্ষ্য পঞ্চায়েত ভোট, জেলায় জেলায় মমতার 'উন্নয়ন চৌকিদার'


ভিডিও স্টোরি