শেষ আপডেট: 10th April 2025 19:36
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে ডান, বাম সব রাজনৈতিক দলের প্রতিবাদের মুখে পড়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিয়ে সোশ্যাল মাধ্যমে লেখা কুরুচিকর পোস্ট মুছতে বাধ্য হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কণ্ডেয় কাটজু।
তবে তারপরও বিদ্রোহের আগুন এতটুকু কমেনি। বরং দেশের সর্বোচ্চ আদালতের একজন প্রাক্তন বিচারপতির মুখে এই ধরনের 'রকের ভাষা' শুনে নিন্দার পাশাপাশি শাস্তির দাবিতেও সরব হয়েছেন সকলে।
প্রাক্তন বিচারপতি মার্কণ্ডেয় কাটজুকে নিয়ে অতীতেও নানাবিধ বিতর্ক হয়েছে। এবারে বিতর্কের সূত্রপাত, বুধবার রাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তি-জীবন নিয়ে কটাক্ষ করে সোশ্যাল মাধ্যমে পোস্ট করেন কাটজু। এমনকী বাঙালি জাতিকেও তিনি কটাক্ষ করেন বলে অভিযোগ।
বুধবার রাতেই প্রাক্তন বিচারপতির এই পোস্টের তীব্র প্রতিবাদ জানান তৃণমূল নেতা কুণাল ঘোষ। সোশ্যাল মাধ্যমে কুণাল লেখেন, ”এটা যদি সত্যিই এই ব্যক্তির বক্তব্য হয় এবং তিনি যদি ক্ষমা চেয়ে তা ডিলিট না করেন, তাহলে ইনি যে পদেই থেকে থাকুন, বাংলায় পা রেখেছেন খবর পেলে সামনে গিয়ে ঠাটিয়ে এক থাপ্পড় মারব।”
বৃহস্পতিবার সকাল থেকে প্রতিবাদে সরব হন সিপিএমের সুজন চক্রবর্তী, বিজেপির শমীক ভট্টাচার্য থেকে কংগ্রেসের সুমন রায়চৌধুরী। সকলেই এক বাক্যে প্রাক্তন বিচারপতির এহেন প্রতিক্রিয়ার তীব্র প্রতিবাদ জানান। রাজনৈতিক নেতাদের পাশাপাশি প্রতিবাদে সরব হন নেট নাগরিকরাও। এরপরই প্রাক্তন বিচারপতি মার্কণ্ডেয় কাটজুর ফেসবুক থেকে সেই পোস্টটি উধাও হয়ে গিয়েছে। নিন্দার মুখে পড়ে প্রাক্তন বিচারপতি পোস্ট মুখে ফেলতে বাধ্য হয়েছেন বলেই মত সংশ্লিষ্ট মহলের।