শেষ আপডেট: 30th October 2023 18:57
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: উৎসবের মরশুমে চালিয়ে খেলছে পেঁয়াজ। ঝাঁঝে চোখে জল সাধারণ গৃহস্থের। গত পনেরো দিন ধরেই দাম বাড়ছে পেঁয়াজের।
কিছুদিন আগেই টমেটোর দামে হাত পুড়েছে। দুর্গাপুজোর পর থেকেই বাজারে পেঁয়াজ কিনতে গিয়ে হাতে ছ্যাঁকা লাগছে মধ্যবিত্ত মানুষের। একসপ্তাহ ধরেই চড়া দামে পেঁয়াজ কিনছেন আমজনতা। এর আগে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল টমেটোকে ঘিরে। মাত্র কয়েক মাস আগেই, টমেটোর দাম হঠাৎ করেই বাড়তে শুরু করেছিল। সাধারণ মানুষের রান্নাঘরের খরচ বৃদ্ধি তো বটেই, টমেটোর সেই দাম বৃদ্ধি প্রভাবিত করেছিল দেশের মুদ্রাস্ফীতিকেও।
আলু এবং টমেটোর মতো, পেঁয়াজও এমন একটা জিনিস, রান্নাঘরে যার নিত্য প্রয়োজন। তাই পেঁয়াজের দাম বাড়লে রান্নাঘরের বাজেটে গোলমাল হতে পারে। বর্তমানে পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া। বাজারে জোগানের সময়ই রেট বেশি থাকছে বলে দাবি ব্যবসায়ীদের। বর্ধমান শহরের তেঁতুলতলা বাজারের পাইকারি ব্যবসায়ী সুরেশ সাউ বলেন, “বাজারে পেঁয়াজ আসছে বেশ চড়া দামে। আমরা চড়া দামে পেঁয়াজ কিনতে বাধ্য হচ্ছি। তাই বিক্রিও করছি বেশি দামে।”
এখন পেঁয়াজের বাজারদর কেজি প্রতি ষাট টাকায় পৌঁছেছে। কিছুদিন আগেই ২৫-৩০ টাকায় বিক্রি হচ্ছিল পেঁয়াজ। ক্রেতাদের বক্তব্য, পেঁয়াজ সহ সব কটি সবজির দাম বেড়েছে। উৎসবের মরশুমে হঠাৎ দাম বাড়ায় খুবই অসুবিধায় পড়তে হচ্ছে। বিক্রেতারা জানাচ্ছেন পাইকারি বাজারেই পেঁয়াজের দাম কেজি প্রতি ৫০-৫৫ টাকা। নাসিক এবং মধ্যপ্রদেশ থেকে আসা পেঁয়াজের দাম বাড়ায় বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। তবে এবার নতুন নয়। প্রায় প্রতিবছরই এই সময় ঊর্ধ্বমুখী হয় পেঁয়াজের দাম। আর এতেই সিঁদূরে মেঘ দেখছেন আমজনতা।