শেষ আপডেট: 15th May 2024 23:44
দ্য ওয়াল ব্যুরো: বুধবার বিকেলে গরুমারা জাতীয় উদ্যানের দক্ষিণ ধুপঝোরার গরুমারা জঙ্গল সংলগ্ন ডাউয়াতলী এলাকায় দেখা গেল বিরল দৃশ্য। যাতায়াতের রাস্তার পাশে একটি বিশালাকার কিং কোবরা একটি ছোট অজগর সাপের লড়াই শুরু হয়। অতি বিরল এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যান কয়েকজন গ্রামবাসী। তাঁরা তখন সেই পথ দিয়েই যাচ্ছিলেন।
ঘটনার খবর চাউর হতেই গ্রাম ভেঙে মানুষ চলে আসে। আসেন ধুপঝোরা বিটের বনকর্মীরা। এরপর তাঁরা খবর দেন চালসার সাপপ্রেমী দিবস রাইকে। খবর পেয়ে তিনিও ছুটে আসেন। সন্ধের সময়ে শুরু হয় উদ্ধারকাজ। এরপর কিছু সময় যাওয়ার পরই ধীরে ধীরে কিং কোবরা অজগরটিকে ছেড়ে সেখান থেকে দূরে সরে যায়। তার পিছনে পিছনে যান দিবস বাবু ও বনকর্মীরা। এইভাবে প্রায় ঘন্টা দুয়েক পরে রাত আটটা নাগাদ কিং কোবরাটিকে পাকড়াও করেন তাঁরা।
উদ্ধার হওয়া কিং কোবরাটি লম্বায় প্রায় ১৩ ফুট। এরপর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। অজগর সাপকে উদ্ধার করে চিকিৎসার জন্য গরুমারা প্রকৃতি বিক্ষন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। কারণ কিং কোবরার সঙ্গে লড়াইয়ে সেটি অসুস্থ হয়ে পড়ে।
দিবস জানিয়েছেন, কিং কোবরার খাদ্যই হল সাপ। খিদের জ্বালায় সে অজগরটিকে ধরেছিল। কিন্তু পরে এতো মানুষের আওয়াজে সে মুখের খাওয়ার ছেড়ে দিয়ে চলে যায়। তবে সকলের সহযোগিতায় প্রায় ১৩ ফুট লম্বা কিং কোবরা সাপটিকে অক্ষত অবস্থায় সাপটিকে উদ্ধার করে তার উপযুক্ত পরিবেশে ফিরিয়ে দেওয়া হয়েছে।