শেষ আপডেট: 25th July 2023 08:36
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি দেশে চালের দামের বাড়বাড়ন্ত রুখতে বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। নোটিস জারি করে জানানো হয়, গত এক বছরে চালের (Rice Banned) দাম দেশে বৃদ্ধি পেয়েছে। ফলে দাম অনুকূলে রাখতে সরকার বাসমতি নয় এমন চালের রফতানি বন্ধ করছে। কেন্দ্রীয় এই সিদ্ধান্তের প্রভাব সরাসরি পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে থাকা ভারতীয়দের উপরে। বিশেষ করে আমেরিকা, কানাডার মতো দেশে চালের জন্য হাহাকার পড়ে গেছে প্রবাসী ভারতীয়দের মধ্যে। সরকারি ঘোষণার পরেই তাই চাল (Rice Banned) কিনতে হুড়োহুড়ি পড়ে গেছে। সেই ভিডিও ভাইরাল হয়েছে।
মার্কিন মুলুকে ভারতীয়দের সংখ্যা ৪০ লাখেরও বেশি। এদের মধ্যে অনেকেই রয়েছেন যাঁরা চাল (Rice Banned) ছাড়া খাবারকে অসম্পূর্ণ বলে মনে করেন। ভাত না খাওয়ার কথা অনেকেই কল্পনা করতেও পারছেন না। বিশেষ করে বেশ কিছু আমেরিকান শহরে ভারতীয় চালের চাহিদা ব্যাপক। ফলে চাল রফতানিতে ভারতের নিষেধাজ্ঞার খবর সামনে আসতেই ডিপার্টমেন্টাল স্টোরগুলিতে রীতিমতো ভিড় জমিয়েছেন ভারতীয়রা। লম্বা লাইন পড়েছে চাল কেনার। এমনকী সেই লাইন দোকান থেকে বেরিয়ে রাস্তাতেও চলে এসেছে।
https://twitter.com/GaminiSantosh/status/1682534339521781762?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1682534339521781762%7Ctwgr%5E4388d0b6a7623b1521eca4cfe9651ecdcb08e4ec%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Ftrending-news%2Fstory%2Fwatch-people-throng-supermarkets-to-buy-rice-in-us-after-india-bans-export-2411150-2023-07-24
কিন্তু কেন হঠাৎ বিদেশে চাল রফতানি বন্ধ করল নরেন্দ্র মোদী সরকার? সূত্রের খবর, গত এক বছরে দেশে খুচরো বাজারে চালের দাম বেড়েছে সাড়ে ১১ শতাংশ। শেষ তিন মাসে যা পেরিয়ে গিয়েছে সর্বোচ্চ সীমা। এই অবস্থায় দাম নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ করেছে কেন্দ্র। বাসমতি ছাড়া সমস্ত চালের রফতানি আপাতত বন্ধ রেখেছে মোদী সরকার। উল্লেখ্য, বিশ্ব বাজারে চাল রফতানিতে ভারতের অংশীদারিত্ব ৪০ শতাংশ। আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে যে চাল পাওয়া যায় তার সিংহভাগই যায় ভারত থেকে। অন্যদিকে এদেশ থেকে রফতানি করা চালের ৭৫ শতাংশ গোবিন্দভোগ বা অন্যান্য সিদ্ধ চাল। সেখানে বাসমতির পরিমাণ থাকে মাত্র ২৫ শতাংশ। ভারত ছাড়াও আমেরিকা ও ইউরোপের বাজারে চাল রফতানি করে বাংলাদেশ, থাইল্যান্ড, মালয়েশিয়ার মতো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। কিন্তু উৎপাদন কম হওয়ায় এবার এই দেশগুলির থেকেও চাল রফতানি কমানো হয়েছে।