শেষ আপডেট: 19th November 2018 11:55
গাড়ি নোংরা করে পাখি! শাস্তি হিসেবে ঘন কাঁটায় ভরানো হল গাছেদের শরীর!
দ্য ওয়াল ব্যুরো: সেগুলি মোটেও কাঁটাগাছ নয়। অথচ তাকালেই দেখবেন, গাছ জুড়ে, ডাল বেয়ে সারিসারি গেঁথে আছে ধাতব, ছুঁচলো কাঁটা। অসংখ্য। আলাদা করে বসানো। গাছের শরীর জুড়ে এত ঘন করে ওই কৃত্রিম কাঁটা বসানো রয়েছে, যাতে একটা ছোট পাখিও না বসতে পারে! কেনই বা পারবে, পাখি তাড়ানোর জন্যই তো ওভাবে ক্ষতবিক্ষত করা হয়েছে গাছগুলিকে!
ইংল্যান্ডের ব্রিস্টল এলাকার গাছগুলিতে এমন ব্যবস্থাই আরোপিত হয়েছে সম্প্রতি। পাখিদের বিরুদ্ধে 'অভিযোগ', গাছের নীচে পার্ক করে রাখা গাড়িগুলি নাকি নোংরা করে দেয় তারা। তাই পাখি এবং পাখির নোংরা এড়াতে, এলাকার একাধিক গাছ জুড়ে গাঁথা হয়েছে এমন অসংখ্য কাঁটা।
ব্রিস্টলের ওই এলাকাটি ধনী ব্যক্তিদের থাকার জন্য পরিচিত। প্রত্যেকের একাধিক করে দামী গাড়ি রয়েছে। এবং আলাদা করে গ্যারেজে নয়, বাড়ির সামনে রাস্তার ধারেই রাখা থাকে সেগুলি। এবং গাছের উপরে বসে পাখিরা নাকি সেই সব দামি দামি গাড়ির উপরে মলত্যাগ করে। আর তাতেই বেজায় চটেছেন গাড়ির মালিকরা। দামি গাড়ি এভাবে নোংরা হবে এটা নাকি কিছুতেই মানা যায় না! অতএব পাখি রুখতে গাছে ভরেছে কাঁটায়। ব্রিস্টল পোস্ট নামের সংবাদমাধ্যমকে স্থানীয় এক বাসিন্দা জানান, গাড়ি পরিষ্কার রাখার জন্যই ওই ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, ‘গাড়ির উপর পাখিরা মলত্যাগ করতে থাকলে তো তা একটি বড় সমস্যা। এভাবে গাড়ি নষ্টও হয়ে যেতে পারে।’
এমন ঘটনায় নিন্দায় ফেটে পড়েছে সারা বিশ্বের পরিবেশপ্রেমী সম্প্রদায়। সোশ্যাল মিডিয়াতেও বইছে সমালোচনার ঝড়।পাখি গাছে বসবে না, বা পাখিদের গাছে বসতে দেওয়া হবে না-- এমনটা সারা বিশ্বের পরিবেশ-নীতির বিরুদ্ধে। যখন বিশ্বের সমস্ত দেশ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের দিকে আাদা করে নজর দিচ্ছে, সেই সময় এমন কিছু মানুষের এ হেন আচরণে বিরক্ত অনেকেই। পরিবেশ বাঁচানোর বদলে আরও ক্ষয়ের পথে ঠেলে দেওয়ার এই কাজকে মোটেও ভালো চোখে দেখছে না বিশ্ববাসী।
স্থানীয় বাসিন্দাদের যুক্তি, সেখানে নাকি একসঙ্গে অনেক পাখি জড়ো হয়। আশপাশের এলাকায় পাখি তাড়ানোর জন্য অন্য অনেক উপায় অবলম্বন করেও কোনও লাভ হয়নি বলা দাবি তাঁদের।
বিষয়টিকে ‘লজ্জাজনক’ বলে ব্যাখ্যা দেন ইংল্যান্ডের গ্রিন পার্টির রাজনীতিবিদ পলা ও’রাউকে। তিনি বলেন, "এমন কাজ আইনসিদ্ধ হোক বা না হোক, গাছের গায়ে লোহার কাঁটা খুবই বাজে ও ভয়ঙ্কর দেখাচ্ছে। গাড়িকে পাখির মল থেকে বাঁচানোর জন্য সমস্ত গাছকেই পাখিদের বসার অযোগ্য করে তোলাটা খুবই লজ্জার ও অমানবিক।"