শেষ আপডেট: 7th June 2018 12:27
'মুনিয়া'কে দেখতে গরম দুপুরেও লোকের ঢল আলিপুরে
দ্য ওয়াল ব্যুরো: ২৩ মে জন্মেছিল ছোট্ট মুনিয়া। আজ, বৃহস্পতিবার প্রথম দর্শকদের সামনে নিয়ে আসা হলো তাকে। তাকে দেখে খুশির হাওয়া আলিপুর চিড়িয়াখানা চত্বরে।
[caption id="attachment_9964" align="alignleft" width="206"] মা তৃণার সঙ্গে মুনিয়া [/caption]
মুনিয়া আসলে একটি জিরাফ শাবক। ১৯৮৬ সালে জার্মানি থেকে আনা হয়েছিল একটি জিরাফ। সেই জার্মান জিরাফের মেয়ে তৃণার চতুর্থ সন্তান মুনিয়া। তাকে নিয়ে আলিপুর চিরিয়াখানায় জিরাফের সংখ্যা দাঁড়াল দশ। জন্মের পর থেকেই হাসিখুশি এই জিরাফ শাবক। দেখাশোনার দায়িত্বে যাঁরা রয়েছেন তাঁদের সঙ্গে ভাল বন্ধুত্ব হয়ে গিয়েছে মুনিয়ার। অত্যন্ত আদর ও যত্নে বড় হচ্ছে সে।
আলিপুর চিড়িয়াখানার আধিকারিক আশীষ কুমার সামন্ত জানান, মা ও মেয়ে দু'জনেই সুস্থ আছে। এখন গরম আবহাওয়ার জন্য প্রথমে সকালের দিকে ও পরে বিকেলের দিকে মুনিয়াকে জনসমক্ষে আনা হবে। বর্তমানে মাতৃদুগ্ধই জিরাফ শাবকের একমাত্র খাদ্য ও পানীয়। সঙ্গে চলছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের কিছু ওষুধ।
এরমধ্যেই দর্শকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে মুনিয়া। মায়ের সঙ্গে খুনসুটি করেছে সে। আবার ছবি শিকারিদের পোজও দিয়েছে দেদার।