শেষ আপডেট: 22nd June 2020 01:49
করোনার প্রকোপ বাড়ছে, জুলাইতে নাও হতে পারে বোর্ডের পরীক্ষা, নিট, জয়েন্ট এন্ট্রান্স
দ্য ওয়াল ব্যুরো : করোনা সংক্রমণ বাড়ছে দেশ জুড়ে। এই পরিস্থিতিতে স্থগিত থাকা বোর্ড এক্সামিনেশনগুলি জুলাই মাসে হবে কিনা, তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কলেজের এন্ট্রান্স এক্সামিনেশনগুলিও পিছিয়ে যেতে পারে বলে জানা গিয়েছে। শিক্ষামন্ত্রকের একটি সূত্র বলেছে, "ছাত্রদের নিরাপত্তার ওপরে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি।" তাই করোনা অতিমহামারীর সময় কয়েকটি পরীক্ষা বাতিল করা হতে পারে। নিট এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাগুলিও সম্ভবত স্থগিত রাখা হবে। ক্লাস টুয়েলভের বাকি থাকা পরীক্ষাগুলি নিয়ে সুপ্রিম কোর্টে কয়েকটি পিটিশন জমা পড়েছিল। তার ওপরে শুনানি হবে মঙ্গলবার। শিক্ষামন্ত্রক থেকে জানানো হয়েছে, "বোর্ডের পরীক্ষায় গ্রেডিং-এর বিকল্প ব্যবস্থার কথা ভাবা হচ্ছে। নিট বা জয়েন্টের মতো পরীক্ষা বাতিল করা ঠিক নয়। সেগুলি সম্ভবত পিছিয়ে দেওয়া হবে।" কয়েকটি রাজ্য ইতিমধ্যে শিক্ষামন্ত্রককে জানিয়ে দিয়েছে, তারা এখনই বোর্ডের পরীক্ষা করাতে আগ্রহী নয়। কয়েকটি রাজ্য বলেছে, তারা কেবল গ্রিন জোন, অর্থাৎ যে এলাকা করোনামুক্ত সেখানেই পরীক্ষা নেবে। অতিমহামারীর জন্য গত মার্চ মাসে সিবিএসই, সিআইএসসিই এবং আরও কয়েকটি বোর্ডের পরীক্ষা স্থগিত রাখা হয়। তখন স্থির হয়েছিল, সিবিএসই ও সিআইএসসিই পরীক্ষা হবে ১ জুলাই থেকে। আইআইটি জেইই মেন হবে ১৮ থেকে ২৩ জুলাই পর্যন্ত। নিট হবে ২৬ জুলাই। করোনা সংক্রমণ রোখার জন্য ২৫ মার্চ দেশ জুড়ে লকডাউন জারি করা হয়। গত তিন মাসে ভারতে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে চার লক্ষ। ২ লক্ষ ৩০ হাজার রোগী সেরে উঠেছেন। মারা গিয়েছেন প্রায় ১৩ হাজার মানুষ।