শেষ আপডেট: 3rd February 2022 15:56
দ্য ওয়াল ব্যুরো : গতবছর দেশ জুড়ে দেখা গিয়েছিল করোনার (Corona) দ্বিতীয় ঢেউ। বহু মানুষ ওই রোগে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু করোনার তৃতীয় ঢেউয়ে (Third Wave) অত মানুষ আক্রান্ত হননি। বৃহস্পতিবার এমনই জানাল কেন্দ্রীয় সরকার। স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) যুগ্ম সচিব লব আগরওয়াল বলেন, দ্বিতীয় ওয়েভ যখন তুঙ্গে, তখন দেশে দৈনিক চার লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছিলেন। সেই তুলনায় তৃতীয় ঢেউয়ের শীর্ষবিন্দুর উচ্চতা কম। বৃহস্পতিবার জানা যায়, তার আগের ২৪ ঘণ্টায় দেশে কোভিডে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭২ হাজার জন। গত কয়েক মাসের মধ্যে ২১ জানুয়ারি সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছিলেন। এখন দৈনিক সংক্রমণ হচ্ছে তার অর্ধেক। লব আগরওয়াল বলেন, "কোভিড আক্রান্তের সংখ্যা কমছে। আমরা ওয়েভ বা পিক শব্দগুলি ব্যবহার করতে চাই না। এখনও কয়েকটি এলাকায় সংক্রমণ বাড়ছে। সামগ্রিকভাবে এখনও দৈনিক সংক্রমণ হচ্ছে যথেষ্ট বেশি সংখ্যায়।" এক সপ্তাহ আগেও ৪০০-র বেশি জেলায় পজিটিভিটি রেট ছিল ১০-এর বেশি। এখন ওই জেলাগুলির সংখ্যা দাঁড়িয়েছে ৩০০-র কম। কেরল ও মিজোরাম, দু'টি রাজ্যেই দৈনিক সংক্রমণ ও পজিটিভিটি রেট বাড়ছে।