শেষ আপডেট: 17th May 2023 18:18
দ্য ওয়াল ব্যুরো: শেষ ম্যাচে এসে জ্বলে উঠল সৌরভ গঙ্গোপাধ্যায় ও রিকি পন্টিংয়ের দিল্লি। তারা ১৫ রানে বুধবার হারিয়ে দিল পাঞ্জাব কিংসকে (PBKS vs DC)।
দিল্লির বড় রান হওয়ার পরে মনেই হয়েছিল তারাই ম্যাচ জিতবে। জিতলও তাই। কিন্তু পাঞ্জাব দলের এই লড়াই মনে রাখবেন দর্শকরা।
শিখর ধাওয়ানের দলের পক্ষে লিভিংস্টোন ৪৮ বলে ৯৪ রান করেছেন। ইনিংসে রয়েছে নয়টি ছয় ও পাঁচটি বাউন্ডারি। তিনি এবং আর্থর তাইদে (৫৫) মিলে দলকে প্রায় জয়ের কাছে নিয়ে গিয়েছিলেন। কিন্তু শেষে দিল্লির বোলাররা নিজেদের সেরা দেওয়ায় পাঞ্জাবের জয় বৃথা হয়ে যায়। দিল্লির ২১৩ রানের জবাবে পাঞ্জাব করেছে ১৯৮/৮ (15 runs in IPL match)।
আইপিএলের একেবারে শেষে এসে ভাল খেলতে শুরু করল দিল্লি ক্যাপিটালস। তারা বুধবার পাঞ্জাব কিংসের বিপক্ষে ২১৩/২ রান করেছে। এ ম্যাচে দারুণ খেললেন পৃথ্বী শ ও রিলি রোসেউ।
পাঞ্জাবের বিরুদ্ধে শুরু দিল্লির দুই ওপেনার ঝোড়ো ইনিংস খেলতে শুরু করে দেন। এ বার ওপেনিং জুটি বার বার ভুগিয়েছে দিল্লিকে। অর্ধশতরানের থেকে চার রান দূরে ওয়ার্নার আউট হয়ে গেলেও নিজের ইনিংস এগিয়ে নিয়ে যান পৃথ্বী।
এ বারের আইপিএলের প্রথম অর্ধশতরান পৃথ্বীর ব্যাট থেকে। ৩৮ বলে ৫৪ করে সাজঘরে ফেরেন। রোসেউ ৩৭ বলে ৮২ রানের ইনিংসে রয়েছে ৬টি চার এবং ৬টি ছয়। চারে নামা ফিল সল্টও ১৪ বলে ২৬ রানে নটআউট থাকেন।
দিল্লির ব্যাটসম্যানদের দুরন্ত পারফরম্যান্স দলকে জিতিয়ে দিল শেষ ম্যাচে।
মহসিনে মুগ্ধ ক্রিকেট বিশ্ব, বাবা লড়ছেন মৃত্যুর সঙ্গে, ছেলে জেতালেন লখনউকে