শেষ আপডেট: 17th September 2024 17:59
দ্য ওয়াল ব্যুরো: আবার এক হাসপাতালে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাংলায়। এবার কামারহাটির সাগরদত্ত হাসপাতালে রোগী মৃত্যু ঘিরে শোরগোল। এই ঘটনায় অভিযোগ উঠেছে ডাক্তারের বিরুদ্ধেই। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে রোগীর পরিবারের দাবি। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে।
মৃতের নাম প্রশান্ত সাউ, বয়স ৪৯। সোমবার তাঁকে প্রথমে ব্যারাকপুর বিএন বোস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে তাঁকে সাগর দত্তে আনা হয়। মঙ্গলবার সকাল ৮টা নাগাদ প্রশান্তকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। রোগীর পরিবারের দাবি, যে চিকিৎসক তাঁর চিকিৎসা করছিলেন তিনি মদ খেয়েছিলেন। ঠিকমতো চিকিৎসাই করেননি। বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে বলেই অভিযোগ।
প্রশান্তের জ্বর হয়েছিল, তার সঙ্গে ডায়াবেটিস এবং হৃদযন্ত্রের সমস্যা ছিল। রোগীর পরিবার জানিয়েছে, সাগর দত্তের জরুরি বিভাগে যখন তাঁকে আনা হয়েছিল সেই সময়ে এক ডাক্তার আসেন ঠিকই, কিন্তু তিনি মত্ত ছিলেন! ঠিকভাবে কথাও বলতে পারছিলেন না, কিছু লিখতেও পারছিলেন না। শুধু তাই নয়, প্রশান্তের মৃত্যুর কয়েক মিনিটও পরও তিনি মারা গেছেন এটাও জানানো হয়নি বলে অভিযোগ।
হাসপাতাল কর্তৃপক্ষের অবশ্য পাল্টা দাবি, যে চিকিৎসকের বিরুদ্ধে মত্ত হওয়ার অভিযোগ করা হচ্ছে তিনি আগের রাতে ডিউটিতে ছিলেন। মদ খেয়ে থাকলে সারারাত মোটেই ডিউটি করতে পারতেন না। তাই এই অভিযোগ মিথ্যে। তবে ঘটনাকে কেন্দ্র করে সাগর দত্ত হাসপাতালে বেশি কয়েক ঘণ্টা বিক্ষোভ দেখান পরিবারের লোকজন। পরিস্থিতি সামাল দিতে নামাতে হয় ব়্যাফ এবং পুলিশ। প্রশান্ত সাউ টিটাগড়ের বাসিন্দা। প্রথম জুটমিলে কাজ করতেন, পরে হোটেল ব্যবসা চালাতেন।