শেষ আপডেট: 9th April 2023 11:13
দ্য ওয়াল ব্যুরো: চিকিৎসায় গাফিলতির জেরে রোগী মৃত্যুর ঘটনা নতুন নয়। এবার চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হল এম আর বাঙুর হাসপাতাল (MR Bangur)। রোগীর (patient) পরিবার পরিজনেরা হাসপাতালে তাণ্ডব চালায় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।
সূত্রের খবর, গত মঙ্গলবার অগ্নিদগ্ধ অবস্থায় আনা হয় এক যুবককে। তিনি ট্রেনের মাথায় চড়েছিলেন। প্রায় ৫০ শতাংশ পুড়ে যাওয়া অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকে এখানেই চিকিৎসা চলছিল সেই যুবকের। রবিবার সকালে তাঁর মৃত্যু হয়।
মৃত্যুর খবর পেয়েই হাসপাতালে আসেন মৃতের বাড়ির লোকজন। তারপর হাসপাতালে তাণ্ডব চালায়। এমনকি চিকিৎসকদেরও হেনস্তা করে বলে অভিযোগ। পুলিশ এসে তাদের আটক করে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঘাটালের সরকারি হাসপাতালে জন্মের পরই ডেথ সার্টিফিকেট! শেষকৃত্যের আগে নড়ে উঠল 'মৃত' শিশু