শেষ আপডেট: 19th October 2024 13:47
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের পরও শিক্ষা হয়নি। এখনও সেই অরক্ষিতই হাসপাতাল। উত্তর ২৪ পরগনার পাথরপ্রতিমার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শ্লীলতাহানির অভিযোগ উঠল। স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল অ্যাম্বুল্যান্স চালকের বিরুদ্ধে। জানা যাচ্ছে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নামে পকসো ধারায় মামলাও রুজু করা হয়েছে।
আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার বিচার, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা-সহ একাধিক দাবিতে আমরণ অনশন করছেন জুনিয়র ডাক্তাররা।
এখনও অবধি মেডিক্যাল কলেজগুলিতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা নিয়েও স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে রাজ্য প্রশাসন। সেখানে বলা হয়েছে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে উন্নয়নমূলক কাজ করা হয়েছে। অথচ এরই মধ্যে ফের শ্লীলতাহানির ঘটনা ঘটল পাথরপ্রতিমার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।
পুলিশ সূত্রে খবর, গতকালই অভিযোগ পাওয়ার পর ধোলাহাট থানার পুলিশ অভিযুক্ত প্রদীপ্ত হালদার নামে ওই অ্যাম্বুল্যান্স চালককে গ্রেফতার করা হয়। ইতিমধ্যেই পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে।
নিরাপত্তার ব্যাপারে পুলিশ জানিয়েছে, হাসপাতালের বাইরে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা ছিল। কিন্তু ঘটনাটা ঘটেছে হাসপাতালের মহিলা ওয়ার্ডের ভেতরে। তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা আরও জানিয়েছে, গোটা ঘটনাটা তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে।