ঘনঘন ট্রেন বাতিল, দেরি, সিগন্যাল বিভ্রাট— আর কতদিন এমন যন্ত্রণা বইতে হবে, প্রশ্ন নিত্যযাত্রীদের।
ফাইল ছবি।
শেষ আপডেট: 4 July 2025 17:07
দ্য ওয়াল ব্যুরো: রক্ষণাবেক্ষণের কাজ চলবে দমদমে। আর তার জেরেই শনিবার ও রবিবার (Saturday-Sunday) ফের গুচ্ছ গুচ্ছ ট্রেন বাতিলের (Local Trains Canceled) কথা ঘোষণা করল রেল (Sealdah Division)। যার ফলে যেমন ব্যাহত হতে চলেছে শিয়ালদহের একাধিক শাখার পরিষেবা, তেমনই বেড়েছে যাত্রীদের দুর্ভোগের (Passengers Suffer) আশঙ্কা।
এর আগেই, বুধবার বারুইপুর স্টেশনে সিগন্যাল বিভ্রাটে নাকাল হয়েছেন নিত্যযাত্রীরা। প্রায় ৩৭টি ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় অনেক দেরিতে চলেছে। পরিস্থিতির জন্য অবশ্য রাজ্যকে দায়ী করে রেলের অভিযোগ ছিল, বিদ্যুৎ দফতরের কাজে গাফিলতির জেরে সিগন্যালের তার ছিঁড়ে যায়।
এ বার রেলের কাজ হবে দমদমের লাইনে। সে কারণে শনিবার (৫ জুলাই) এবং রবিবার (৬ জুলাই) একাধিক গুরুত্বপূর্ণ শাখায় ট্রেন বাতিল থাকছে। নীচে তালিকা অনুযায়ী দেখে নিন কোন কোন ট্রেন বন্ধ থাকছে এই দু'দিনে—
৫ জুলাই (শনিবার) বাতিল ট্রেন: শিয়ালদহ-ডানকুনি লোকাল: আপ 32249, ডানকুনি-শিয়ালদহ লোকাল: ডাউন 32252
৬ জুলাই (রবিবার) বাতিল ট্রেন:
শিয়ালদহ-হাবরা শাখা: আপ: 33651, 33653, ডাউন: 33652, 33654
শিয়ালদহ-দত্তপুকুর: ডাউন: 33612
শিয়ালদহ-বনগাঁ জংশন: আপ: 33811, 33817, ডাউন: 33824, 33826
শিয়ালদহ-বারাসাত: আপ: 33431, ডাউন: 33432
শিয়ালদহ-ডানকুনি: আপ: 32211, 32213, 32215, 32217, 32219, ডাউন: 32212, 32214, 32216, 32218, 32220
শিয়ালদহ-কল্যাণী সীমান্ত: ডাউন: 31312
শিয়ালদহ-নৈহাটি: আপ: 31411, 31415, ডাউন: 31412, 31414, 31422
বজবজ-শিয়ালদহ (কোমাগাটা মারু): আপ: 34117
নৈহাটি-কল্যাণী সীমান্ত: আপ: 31191
লক্ষ্মীকান্তপুর-নামখানা শাখা (রক্ষণাবেক্ষণজনিত কারণে): আপ: 34935, ডাউন: 34914
এই ট্রেন বাতিলের জেরে সপ্তাহান্তে নিত্যযাত্রী থেকে শুরু করে দূরপাল্লার যাত্রীদেরও চরম ভোগান্তির মুখে পড়তে হতে পারে বলেই আশঙ্কা করছেন রেল যাত্রী সংগঠনগুলি। যদিও রেলের পক্ষ থেকে বলা হয়েছে, "নির্ধারিত সময়েই কাজ সম্পন্ন করার চেষ্টা থাকবে। যাত্রীদের কোনও অসুবিধা হলে স্টেশনে বিশেষ সহায়তা ডেস্ক থাকবে।"
ঘনঘন ট্রেন বাতিল, দেরি, সিগন্যাল বিভ্রাট— আর কতদিন এমন যন্ত্রণা বইতে হবে, প্রশ্ন নিত্যযাত্রীদের।