Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘কেউ আটকাতে পারবে না’ গেট টপকে শহিদদের শ্রদ্ধা জানালেন ওমর, কাশ্মীর পুলিশের ভূমিকায় অবাক মমতাভারতের প্যাকেটজাত খাবারে সতর্কবার্তা চাই, স্টার রেটিং নয়, কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের চপ-সিঙ্গারা-জিলিপির পাশে সিগারেটের মতোই সতর্কবার্তা, নাগপুর থেকে প্রচার শুরু এইমসেরএসএসসি-র সময়সীমা বাড়ল, তবু উপেক্ষিত স্পেশাল বি.এড প্রার্থীরা, ফের মামলা হাইকোর্টেস্বামী-স্ত্রীর গোপনে রেকর্ড করা ফোনালাপ, ডিভোর্স মামলায় গ্রহণযোগ্য সাক্ষ্যপ্রমাণ: সুপ্রিম কোর্টঝাড়গ্রামের জঙ্গল ফিরিয়ে আনছে প্রাণ, বাড়ছে হাতি-নেকড়ে-হরিণ, বনবিভাগে স্বস্তির হাওয়াEng vs Ind: চতুর্থ ইনিংসে ঋষভ পন্থের গড় ৫২, জাদেজা-সুন্দরদের পরিসংখ্যান কিন্তু ভীতিকরদু’বার বদলানো হয়েছিল ফুয়েল কন্ট্রোল ইউনিট, তাও ড্রিমলাইনার ভেঙে পড়ল কেন, উঠছে প্রশ্ন'ওরাই দেশটা শেষ করেছে!' কানাডায় আবর্জনা ফেলার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে ভারতীয়রানিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদ একপ্রকার অসম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র
Local Trains Canceled

ফের যাত্রী দুর্ভোগ! শনি-রবি শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল ট্রেন

ঘনঘন ট্রেন বাতিল, দেরি, সিগন্যাল বিভ্রাট— আর কতদিন এমন যন্ত্রণা বইতে হবে, প্রশ্ন নিত্যযাত্রীদের।

ফের যাত্রী দুর্ভোগ! শনি-রবি শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল ট্রেন

ফাইল ছবি।

শেষ আপডেট: 4 July 2025 17:07

দ্য ওয়াল ব্যুরো: রক্ষণাবেক্ষণের কাজ চলবে দমদমে। আর তার জেরেই শনিবার ও রবিবার (Saturday-Sunday) ফের গুচ্ছ গুচ্ছ ট্রেন বাতিলের (Local Trains Canceled) কথা ঘোষণা করল রেল (Sealdah Division)। যার ফলে যেমন ব্যাহত হতে চলেছে শিয়ালদহের একাধিক শাখার পরিষেবা, তেমনই বেড়েছে যাত্রীদের দুর্ভোগের (Passengers Suffer) আশঙ্কা।

এর আগেই, বুধবার বারুইপুর স্টেশনে সিগন্যাল বিভ্রাটে নাকাল হয়েছেন নিত্যযাত্রীরা। প্রায় ৩৭টি ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় অনেক দেরিতে চলেছে। পরিস্থিতির জন্য অবশ্য রাজ্যকে দায়ী করে রেলের অভিযোগ ছিল, বিদ্যুৎ দফতরের কাজে গাফিলতির জেরে সিগন্যালের তার ছিঁড়ে যায়। 

এ বার রেলের কাজ হবে দমদমের লাইনে। সে কারণে শনিবার (৫ জুলাই) এবং রবিবার (৬ জুলাই) একাধিক গুরুত্বপূর্ণ শাখায় ট্রেন বাতিল থাকছে। নীচে তালিকা অনুযায়ী দেখে নিন কোন কোন ট্রেন বন্ধ থাকছে এই দু'দিনে—

৫ জুলাই (শনিবার) বাতিল ট্রেন: শিয়ালদহ-ডানকুনি লোকাল: আপ 32249, ডানকুনি-শিয়ালদহ লোকাল: ডাউন 32252

৬ জুলাই (রবিবার) বাতিল ট্রেন:
শিয়ালদহ-হাবরা শাখা: আপ: 33651, 33653, ডাউন: 33652, 33654

শিয়ালদহ-দত্তপুকুর: ডাউন: 33612

শিয়ালদহ-বনগাঁ জংশন: আপ: 33811, 33817, ডাউন: 33824, 33826

শিয়ালদহ-বারাসাত: আপ: 33431, ডাউন: 33432

শিয়ালদহ-ডানকুনি: আপ: 32211, 32213, 32215, 32217, 32219, ডাউন: 32212, 32214, 32216, 32218, 32220

শিয়ালদহ-কল্যাণী সীমান্ত: ডাউন: 31312

শিয়ালদহ-নৈহাটি: আপ: 31411, 31415, ডাউন: 31412, 31414, 31422

বজবজ-শিয়ালদহ (কোমাগাটা মারু): আপ: 34117

নৈহাটি-কল্যাণী সীমান্ত: আপ: 31191

লক্ষ্মীকান্তপুর-নামখানা শাখা (রক্ষণাবেক্ষণজনিত কারণে): আপ: 34935, ডাউন: 34914

এই ট্রেন বাতিলের জেরে সপ্তাহান্তে নিত্যযাত্রী থেকে শুরু করে দূরপাল্লার যাত্রীদেরও চরম ভোগান্তির মুখে পড়তে হতে পারে বলেই আশঙ্কা করছেন রেল যাত্রী সংগঠনগুলি। যদিও রেলের পক্ষ থেকে বলা হয়েছে, "নির্ধারিত সময়েই কাজ সম্পন্ন করার চেষ্টা থাকবে। যাত্রীদের কোনও অসুবিধা হলে স্টেশনে বিশেষ সহায়তা ডেস্ক থাকবে।" 

ঘনঘন ট্রেন বাতিল, দেরি, সিগন্যাল বিভ্রাট— আর কতদিন এমন যন্ত্রণা বইতে হবে, প্রশ্ন নিত্যযাত্রীদের।


ভিডিও স্টোরি