দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকা থেকে আসা একটি পরিবারে চার জন সদস্যের করোনা পজিটিভ ধরা পড়েছে জয়পুরে৷ আবার ব্রিটেন থেকে চেন্নাইয়ে আসা এক যাত্রীরও করোনা সংক্রমণ ধরা পড়েছে ৷ সিঙ্গাপুর থেকে তামিলনাড়ুর তিরুচিরাপল্লি বিমানবন্দরে নামা আরেক যাত্রীরও করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গিয়েছে ৷ এঁরা ওমিক্রন ভ্যারিয়্যান্টে সংক্রামিত হয়েছেন কি না তা জানার জন্য সকলের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে ৷
জানা গেছে, তিরুচিরাপল্লীতে যার কোভিড ধরা পড়েছে, সে নাবালক। আজ ভোর চারটে নাগাদ পরিবারের সদস্যদের সঙ্গে দেশের মাটিতে নামে সে। সে এতদিন ইংল্যান্ডে ছিল। ইংল্যান্ড এবং সিঙ্গাপুর-- এই দুই দেশই ওমিক্রন-ঝুঁকির তালিকায় রয়েছে। ফলে এখান থেকে আসা কোনও যাত্রীর করোনা রিপোর্ট পজিটিভ আসা মানেই রয়েছে ওমিক্রনের ঝুঁকি।