Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
একটি গ্রাম পঞ্চায়েতেই ৪ হাজারের বেশি ভুয়ো জন্ম-মৃত্যু সার্টিফিকেট! হাইকোর্টে জানাল রাজ্যক্রিকেট বল খুঁজতে গিয়ে বাড়ি থেকে উদ্ধার ৭ বছর পুরনো মানব কঙ্কাল! হায়দরাবাদে রহস্যEng vs Ind: দাম পেল না জাদেজার অবিস্মরণীয় লড়াই, ২২ রানে হেরে গেল ভারতজাল রিফান্ড! একাধিক রাজ্যে অভিযান আয়কর বিভাগের, ধরা পড়ল হাজার কোটির কর ফাঁকিহিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা, জমি লিজে দিচ্ছে রাজ্য সরকারমহাকাশে ১৮ দিন কাটিয়ে ফিরছেন শুভাংশু, ২২ ঘন্টার দীর্ঘ পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসীবলিউডে আউটসাইডার ইনসাইডারি গেমটার বিষয়ে আমি প্যান্ডেমিকের পর থেকে শুনছি'মাকু' লোকজন মিশে গেছে! চাকরিহারাদের 'খোলা চিঠি' দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর'বাবাকে সবচেয়ে বেশি ভালবাসতেন, অপমান থেকে বাঁচতে সেই খুন করল?' প্রশ্ন তুলছেন রাধিকার বান্ধবীকোর্টের নির্দেশে মুম্বইয়ে মসজিদ মিনার মাইকহীন, আজান শোনাচ্ছে অনলাইন অ্যাপ, বাড়ির স্পিকার
Hindmotor Incident

ঝগড়া করতে করতেই ছুরির কোপ, হিন্দমোটর স্টেশনে জখম মহিলা যাত্রী

মঙ্গলবার সকালে হিন্দমোটর স্টেশনে ট্রেন ধরার জন্য অপেক্ষা করছিলেন যাত্রীরা। তিনজন মহিলার মধ্যে বচসা চলছিল। অভিযোগ, হঠাৎই একজন একটি ফলকাটা ছুরি বের করে আঘাত করেন এক মহিলাকে। কানে মুখে বারবার ছুরির আঘাতে রক্তাক্ত হয়ে পড়ে যান তিনি।

ঝগড়া করতে করতেই ছুরির কোপ, হিন্দমোটর স্টেশনে জখম মহিলা যাত্রী

শেষ আপডেট: 12 December 2023 05:56

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ওভারব্রিজ দিয়ে ঝগড়া করতে করতে নামছিলেন তিন মহিলা। শুনছিলেন অনেকেই। তবে ভাবতে পারেননি বিষয়টা রক্তারক্তিতে গড়াবে। মঙ্গলবার সকালে হিন্দমোটর স্টেশনে ট্রেন ধরার জন্য অপেক্ষা করছিলেন যাত্রীরা। তিনজন মহিলার মধ্যে বচসা চলছিল। অভিযোগ, হঠাৎই একজন একটি ফলকাটা ছুরি বের করে আঘাত করেন এক মহিলাকে। কানে মুখে বারবার ছুরির আঘাতে রক্তাক্ত হয়ে পড়ে যান তিনি।

রেল পুলিশ সঙ্গে সঙ্গে গুরুতর আহত ওই মহিলাকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হামলাকারীকেও আটক করা হয়। আক্রান্ত মহিলা রীমা সিং শ্রীরামপুরের বাসিন্দা বলে জানা গেছে। হামলাকারী করুণা দাস কুন্তীঘাটের বাসিন্দা। সকালবেলা অফিসের ব্যস্ত সময়ে এই ঘটনায় শোরগোলা পড়ে যায় স্টেশন চত্বরে। নিত্যযাত্রী পঙ্কজ রায় বলেন, “এই মহিলারা ট্রেনের সহযাত্রী। শ্রমিকের কাজ করেন তাঁরা। কয়েকদিন ধরে তাঁদের নিজেদের মধ্যে কোনও বিষয় নিয়ে ঝামেলা চলছিল। আগেও বচসা হয়েছে। তবে এদিন রক্তারক্তি কাণ্ড হল।

ঘটনার প্রত্যক্ষদর্শী শম্ভু দাস বলেন, “ওভার ব্রিজ দিয়ে ঝগড়া করতে করতে নামছিল তিনজন। স্টেশনে নেমে আচমকাই একজন মহিলা ছুরি নিয়ে অন্য মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে। নাক কান কেটে যায়। রক্তাক্ত অবস্থায় মাটিয়ে লুটিয়ে পড়েন তিনি। এমন কাণ্ডে হইচই পড়ে যায়। খবর পেয়ে রেল পুলিশ ছুটে আসে। আহত মহিলাকে দ্রুত হাসপাতালে নিযে যান তাঁরা। অভিযুক্ত করুণা দাসকে থানায় নিযে যাওয়া হয়। সঙ্গে থাকা অন্য মহিলাকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।


ভিডিও স্টোরি