শেষ আপডেট: 24th December 2024 14:50
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলায় আগেই জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে সিবিআইয়ের মামলায় জামিন নিয়ে বিচারপতিদের মধ্যে মতান্তর হওয়ায় মামলাটি বিচারপতি তপোব্রত চক্রবর্তীর একক বেঞ্চে পাঠিয়েছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।
মঙ্গলবার ওই মামলায় পার্থ-সহ শিক্ষা দফতরের অভিযুক্ত প্রাক্তন পাঁচ পদস্থ কর্তার জামিন খারিজ করে দিয়েছেন বিচারপতি। আদালতের পর্যবেক্ষণ, 'এরাঁ প্রত্যেকেই পদে ছিলেন। পদে থেকে নিজেদের দায়িত্ব এড়াতে পারেন না।' বিচারপতি এও বলেন, "যোগ্য চাকরিপ্রার্থীদের বঞ্চিত করে অযোগ্যরা চাকরি করলে শিক্ষাব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে।"
বস্তুত, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে এদিনও প্রভাবশালী 'তত্ত্বে' পার্থ-সহ শিক্ষা দফতরের এই পাঁচ প্রাক্তন কর্তার জামিনের বিরোধিতা করা হয়।
অন্যদিকে চার্জ গঠনের মামলায় এদিন ফের আদালতের প্রশ্নের মুখে পড়েছে আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সোমবারই চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল।
আদালত সূত্রের খবর, মঙ্গলবারও এ ব্যাপারে আদালতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারেনি ইডি। এতেই ক্ষুব্ধ বিচারপতি ইডিকে তীব্র ভর্ৎসনা করে বলেন, বুধবারের মধ্যে আদালতে সমস্ত নথি পেশ করতেই হবে। প্রয়োজনে সারারাত বসে কাজ করুন।
সম্প্রতি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরপরই সিবিআই মামলা থেকেও জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হন পার্থ-সহ ন’জন। ২০ নভেম্বর ওই মামলায় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংয়ের ডিভিশন বেঞ্চে মতান্তর তৈরি হয়। কৌশিক ঘোষ, শেখ আলি ইমাম, সুব্রত সামন্ত রায় এবং চন্দন ওরফে রঞ্জন মণ্ডলের জামিন মঞ্জুর করলেও পার্থ-সহ শিক্ষা দফতরের বাকি পাঁচ প্রাক্তন আমলার জামিন নিয়ে সহমতে পৌঁছতে পারেননি দুই বিচারক।
এরপরই মামলাটি বিচারপতি তপোব্রত চক্রবর্তীর একক বেঞ্চে পাঠিয়েছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। এদিন তিনি পার্থ ছাড়াও রাজ্যের শিক্ষা দফতরের প্রাক্তন চার কর্তা সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং শান্তিপ্রসাদ সিংয়ের জামিন ফের নাকচ করে দিয়েছেন।