মমতা বন্দ্যোপাধ্যায়, পার্থ ভৌমিক ও তৃণাঙ্কুর।
শেষ আপডেট: 15th October 2024 20:32
দ্য ওয়াল ব্যুরো: বাংলায় ৬টি বিধানসভা আসনে উপ নির্বাচনের নির্ঘণ্ট মঙ্গলবার ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। তবে তার আগে থেকেই প্রার্থী বাছাই তথা টিকিট পাওয়া নিয়ে তৃণমূলের মধ্যে দৌত্য শুরু হয়ে গেছে বলে খবর।
যে ৬টি বিধানসভা আসনে উপ নির্বাচন হবে সেগুলি হল—উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও নৈহাটি, মেদিনীপুর, বাঁকুড়া জেলার তালড্যাংরা, কোচবিহারের সিতাই এবং আলিপুরদুয়ার জেলার মাদারিহাট। এই ৬টি আসনে ভোটগ্রহণ হবে ১৩ নভেম্বর। ফল ঘোষণা হবে ২৩ নভেম্বর।
হাড়োয়া বিধানসভার বিধায়ক ছিলেন হাজি নুরুল ইসলাম। তাঁকে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছিল তৃণমূল। হাজি নুরুল জিতেছিলেন লোকসভা ভোটে। কিন্তু সদ্য তাঁর মৃত্যু হয়েছে। তার ফলে হাড়োয়া বিধানসভার পাশাপাশি বসিরহাট লোকসভাতেও উপ নির্বাচন অনিবার্য হয়ে পড়েছে। তবে আপাতত শুধু হাড়োয়া বিধানসভার উপ নির্বাচন হবে বলে মঙ্গলবার জানিয়েছে নির্বাচন কমিশন।
নৈহাটিতে বিধায়ক ছিলেন প্রাক্তন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। তিনি ব্যারাকপুর লোকসভা আসনে জিতেছেন বলে নৈহাটিতে উপ নির্বাচন হবে। একই ভাবে মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া মেদিনীপুর লোকসভা আসন থেকে জিতেছেন। মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা আলিপুরদুয়ার লোকসভা আসনে জিতেছেন। বাঁকুড়ার বর্তমান সাংসদ অরূপ চক্রবর্তী ছিলেন তালড্যাংরার বিধায়ক। আবার সিতাইয়ের বিধায়ক ছিলেন কোচবিহারের বর্তমান সাংসদ জগদীশচন্দ্র বাসুনিয়া।
সোমবার দ্বাদশীর দিন বিকেলে দেখা যায় নৈহাটির সদ্য প্রাক্তন বিধায়ক পার্থ ভৌমিক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজয়ার প্রনাম জানাতে যান। এর পর থেকেই নৈহাটির সম্ভাব্য প্রার্থী নিয়ে জল্পনা ছড়িয়েছে শাসক দলের মধ্যে।
তৃণমূলের অনেকে মনে করছেন, পার্থ চান যে তাঁর আস্খাভাজন তৃণাঙ্কুর নৈহাটিতে টিকিট পান। নৈহাটিতে বাইরের কোনও মুখের তুলনায় হালিশহরের ছেলে তৃণাঙ্কুর প্রার্থী হলে তাঁর আধিপত্যও থাকবে।
তবে কালীঘাটের ঘনিষ্ঠ সূত্রের মতে, মাস কয়েক আগেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে ডেকে জানিয়ে দিয়েছেন যে, প্রার্থী বাছাই নিয়ে জেলার নেতাদের ভাবতে হবে না। তালড্যাংরায় কাকে প্রার্থী করা হবে তা নিয়ে যেমন অরূপ চক্রবর্তীর মাথা ঘামানোর দরকার নেই, তেমনই মেদিনীপুরের প্রার্থী বাছাইয়ের জন্য জুন মালিয়াকে বিশেষ ভাবিত হওয়ার প্রয়োজন নেই। দলের শীর্ষ নেতৃত্বই এ ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেবে।
চিকিৎসার কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন বিদেশে রয়েছেন। ২০ তারিখের পর তাঁর দেশে ফেরার কথা। তবে সম্ভবত তাঁর সঙ্গে কথা বলে নিয়ে এরই মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হতে পারে।