শেষ আপডেট: 17th October 2024 14:29
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতারের পর একাধিকবার নিজেকে নির্দোষ হিসেবে দাবি করেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনিই যে নিয়োগ দুর্নীতির অন্যতম প্রধান মাথা তাই নিয়ে আদালতে বড় তথ্য জমা দিয়েছিল আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। জেল হেফাজতে থাকা পার্থকে গত ১ অক্টোবর বিশেষ সিবিআই আদালতে হাজির করিয়ে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারের আবেদন জানায় সিবিআই।
আর এবার জামিন মামলায় বৃহস্পতিবার ইডির কাছে হলফনামা চাইল সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি সিটি রবি কুমার এবং বিচারপতি উজ্জল ভূয়ানের বেঞ্চ কেন্দ্রীয় এজেন্সির কাছে হলফনামা চায়। এই মামলায় পরবর্তী শুনানি রয়েছে এক সপ্তাহ পরে।
২০২২ সালে পার্থকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করেছিল ইডি। সেই মামলাতেই জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। বৃহস্পতিবারের এই মামলায় ইডির আইনজীবীরা জামিনের বিরোধিতা করে জানান, এই মামলা বড় মামলা। 'বড় দুর্নীতির মামলা'। তার পরপরই ইডিকে হলফ নামা জমা দিতে হবে বলে জানাল সুপ্রিম কোর্ট।
প্রসঙ্গত, টেট দুর্নীতির সঙ্গে সরাসরি যোগ রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর। এই সংক্রান্ত একাধিক নথিও আদালতে পেশ করেছেন সিবিআই গোয়েন্দারা।
জানা যাচ্ছে, গত জুন মাসে বিকাশ ভবনে তল্লাশি চালিয়ে একাধিক নথি বাজেয়াপ্ত করেছিলেন সিবিআইয়ের আধিকারিকরা। তার মধ্যে এমন একটি নথিও রয়েছে যে যেখানে তৎকালীন শিক্ষামন্ত্রী হিসেবে পার্থ চট্টোপাধ্যায় দফতরের এক আমলাকে চাকরি প্রার্থীদের একটি তালিকা পাঠিয়েছিলেন। মন্ত্রীর সুপারিশের ভিত্তিতে সে সময় কয়েকজনের চাকরিও হয়েছিল। যারা চাকরি পেয়েছিলেন, তাদের অনেকেই অযোগ্য বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।