শেষ আপডেট: 27th November 2024 19:09
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতির ভিন্ন মতে নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা, শান্তি প্রসাদ সিনহার জামিন আটকে গেছে। সেই জামিন মামলার শুনানি হতে চলেছে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর এজলাসে। কিন্তু ঠিক কবে সেই মামলার শুনানি হবে, তা নিয়ে জটিলতা অব্যাহত।
সুপ্রিম কোর্টে বুধবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার। তার আগেই কলকাতা হাইকোর্টে পার্থর মামলার শুনানি চাইছেন তাঁর আইনজীবী। এই প্রেক্ষিতে তিনি বিচারপতি তপোব্রত চক্রবর্তীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন। চলতি সপ্তাহেই এই মামলার শুনানি চান পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী।
পার্থর সঙ্গে শিক্ষা দফতরের বাকি চার আধিকারিকের জামিন সংক্রান্ত মামলারও যাতে দ্রুত শুনানি হয় সেই আর্জিও জানানো হয়েছে। এই বিষয়ে বিচারপতি তপোব্রত চক্রবর্তী সিবিআইয়ের আইনজীবীর সঙ্গে কথা বলে কবে সব পক্ষের সুবিধা হবে সেটা জানানোর পরামর্শ দিয়েছেন।
গত ২০ নভেম্বর এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত ৯ জনের মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় সবার জামিন মঞ্জুর করেছিলেন। তবে বিচারপতি অপূর্ব সিনহা পার্থ চট্টোপাধ্যায় সহ চারজনের জামিনের আর্জি খারিজ করেন। জামিন মঞ্জুর হয়েছিল শেখ আলি ইমাম (মিডলম্যান), কৌশিক ঘোষ (মিডলম্যান), সুব্রত সামন্ত রায় (মিডলম্যান) এবং চন্দন ওরফে রঞ্জন মণ্ডল (মিডলম্যান)-এর।
নিয়োগ মামলায় বিগত কয়েক দিনে পরপর জামিন হয়েছে। সদ্য জামিনে মুক্তি পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের 'বান্ধবী' অর্পিতা মুখোপাধ্যায়ও। কিন্তু পার্থর আদতে জামিন কবে হবে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে বুধবার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ তাঁর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিলে কী সমস্যা হবে, তাও জানতে চায় সুপ্রিম কোর্ট।