শেষ আপডেট: 17th January 2025 11:59
দ্য ওয়াল ব্যুরো: সদ্য জামিন পেয়ে জেল থেকে বেরিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর জেলমুক্তির পরেই প্যানিক অ্যাটাক প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। তাঁর বুকে ব্যথা শুরু হয়েছে বলে জানা গেছে। জেল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে আচমকাই বুকে ব্যথা অনুভব করেন পার্থ চট্টোপাধ্য়ায়। তাঁকে জেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর।
নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলায় বিচার শুরু হয়েছে মঙ্গলবার থেকে। সাক্ষ্যগ্রহণ পর্বে বৃহস্পতিবার আদালতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইডির এই মামলায় ইতিমধ্যে শর্তসাপেক্ষে পার্থর জামিন মঞ্জুর করেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, ১ ফেব্রুয়ারির মধ্যে পার্থ জামিন পাবেন। তার আগেই চার্জ গঠন শেষ করে গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান সংগ্রহ করে ফেলার জন্য বলেছে শীর্ষ আদালত।
সেই মতো ইতিমধ্যে চার্জ গঠন হয়ে গিয়েছে নিম্ন আদালতে। মঙ্গলবার থেকে গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান সংগ্রহ শুরু হয়েছে। আদালত থেকে জেলে ফেরার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে।
প্রেসিডেন্সি জেল সূত্রের খবর, তাঁর চিকিৎসার জন্য় এসএসকেএম হাসপাতালে চিঠি দিয়ে মেডিক্য়াল টিম গঠনের কথা বলা হয়েছে। এই হাসপাতালের ডাক্তাররাই তাঁর চিকিৎসা করবেন। তবে তাঁকে সেখানে নিয়ে যাওয়া হবে কিনা সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।
রেশন দুর্নীতি মামলায় ১৪ মাস জেলে থাকার পর বুধবার ৫০ হাজার টাকার জামিন বন্ড এবং ৫০ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন মঞ্জুর করে কলকাতার নগর দায়রা আদালত। ২০২৩ সালে দুর্গা পুজোর মুখে টানা ২০ ঘণ্টার ম্যারাথন জেরা শেষে রাজ্যের তৎকালীন বনমন্ত্রীকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন তারও আগে থেকে।