গ্রাফিক্স। শুভ্র শর্ভিন।
শেষ আপডেট: 23rd December 2024 17:12
সুমন বটব্যাল
২০২৩ সালের ১৪ মার্চ। একজন প্রেসিডেন্সি, অন্যজন আলিপুর জেল থেকে আদালতের ভার্চুয়াল শুনানিতে উপস্থিত হয়েছিলেন। বহুদিন পর পরস্পরকে দেখে সেদিন দু'জনই দু'জনের দিক থেকে যেন চোখ সরাতেই চাইছিলেন না! সারাক্ষণ দু'জনের ঠোঁটে লেগেছিল মিষ্টি হাসি। পিঠ থেকে চুল সরিয়ে ঠোঁটে আঙুল ছুঁইয়ে ভরা এজলাসেই পার্থর প্রতি প্রেমের বার্তা দিয়েছিলেন অর্পিতা৷ মুখ ভেঙচে মিষ্টি হাসির ঝলক দেখা গিয়েছিল পার্থর মুখেও। অপার সেই 'প্রেমের রসায়ণ' নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল এজলাসেও।
কাট টু ২৩ ডিসেম্বর, ২০২৪। পার্থ-অপিতা, থুড়ি অপার সেই বসন্তের প্রেম কি এবার ক্রিসমাসেও দেখা যাবে! সোমবার সকাল থেকেই তা নিয়ে অন্য মেজাজের কৌতূহল তৈরি হয়েছিল কলকাতার বিচারভবনে একাংশ আইনজীবী থেকে এজলাসের কর্মীর মধ্যে। তাঁদের অনেকেই কাজের ফাঁকে বারেবারে খোঁজ নিয়েছেন, সেদিনের মতো কিছু হল কিনা!
সোমবার ইডির আদালতে নিয়োগ মামলার চার্জ গঠন প্রক্রিয়া শুরুর কথা ছিল। আদালতের নির্দেশ মেনে অভিযুক্তদের সকলকেই এদিন হাজির করানো হয়েছিল। জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়কে যেমন আনা হয়েছিল, একইভাবে আদালতে হাজির হয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়-সহ জামিনে মুক্ত অন্যরাও। তবে অন্যদের ছেড়ে সকলেরই নজর ছিল পার্থ ও অর্পিতার দিকে।
সূত্রের খবর, পার্থ একাধিকবার ভিড়ের মধ্যে থেকে অর্পিতাকে খোঁজার চেষ্টা করলেও অর্পিতা একটি বারের জন্যও মুখ ঘুরিয়ে তাকাইনি। তা নিয়েও এজলাসে চর্চা হয়েছে। নিন্দুকেরা বলছেন, "প্রেম না থাকলে অপা নামে এত সম্পত্তি কিনবে কেন পার্থ? আর অর্পিতা কি আগের বার পার্থকে দেখে এমনি এমনি ফ্লাইং কিস ছুড়েছিল?"
প্রায় ২৮মাস জেলবন্দি থাকার পর সম্প্রতি শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন অর্পিতা। ওই মহলের ব্যাখ্য়া, "এখন প্রকাশ্যে আবার মাখোমাখো প্রেম দেখাতে গিয়ে যদি জামিন ক্যানসেল হয়ে যায়! সম্ভবত সে কারণেই এদিন সংযত ছিলেন অর্পিতা।"
এ ব্যাপারে অর্পিতার কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে পার্থ-অর্পিতার 'প্রেম' নিয়ে অতীতে আদালতে বড় দাবি করেছিল ইডি। চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি এ ব্যাপারে আদালতে ইডি একটি নথি জমা দিয়েছিল। তাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে দাবি করা হয়েছিল, পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। সেকারণেই দু'জনে সন্তান দত্তক নিতে সম্মত হন। এমনকী অর্পিতার ৩১ টি এলআইসি পলিসিতে পার্থর নাম উল্লেখ করা হয়েছে বলেও আদালতে জানিয়েছিল ইডি।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে ২০২২ সালের ২২ জুলাই রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। সেই সূত্রে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়ে নগদ প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেন তদন্তকারীরা। বাজেয়াপ্ত করা হয় বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারও। তারপরই সামনে আসে কাকুর বয়েসি পার্থর সঙ্গে অর্পিতার 'প্রেমের কাহিনী'।
সূত্রের খবর, গতবছর এজলাসে পার্থ-অর্পিতার প্রেমে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন মানিক ভট্টাচার্য। নিজের জামিনের সপক্ষে এজলাসেই কান্নাকাটি জুড়ে দিয়েছিলেন তিনি। ফলে অপার প্রেমের রসায়ণ সেদিন অসমাপ্ত থেকে গিয়েছিল।কাকতালীয়ভাবে, এদিনও সেই মানিক-সহ কয়েকজনের আবেদনের জেরে জটিলতা তৈরি হয়েছে নিয়োগ মামলার চার্জ গঠন প্রক্রিয়ায়।