শেষ আপডেট: 5th September 2023 04:59
দ্য ওয়াল ব্যুরো: ১৮ সেপ্টেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে (parliament special session)। পাঁচদিনের ওই অধিবেশনের আলোচ্য এখনও ঘোষণা করেনি নরেন্দ্র মোদী সরকার। তবে সরকারি ঘোষণার জন্য হাত গুটিয়ে থাকছে না বিরোধী পক্ষ। অধিবেশন শুরু হতে দু-সপ্তাহ বাকি থাকলেও বিরোধীদের কৌশল ঠিক করতে মঙ্গলবার বৈঠক ডেকেছেন কংগ্রেস সভাপতি তথা দলের রাজ্যসভার নেতা মল্লিকার্জুন খাড়্গে (congress meeting)।
এদিকে, ইন্ডিয়া জোটের মুম্বইয়ের বিগত বৈঠকে গঠিত কো-অর্ডিনেশন বা সমন্বয় কমিটির প্রথম বৈঠক হবে (INDIA coordination committee meeting) দিল্লিতে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের বাড়িতে। ১৩ সদস্যের কমিটির সদস্যদের মধ্যে পাওয়ার প্রবীণতম।
তিনি ১৩ সেপ্টেম্বর বৈঠক কথার কথা সদস্যদের জানিয়ে দিয়েছেন।
সনিয়া গান্ধী জ্বর নিয়ে গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবারই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে। তবে বৈঠকে থাকবেন না তিনি। যদিও তাঁর ১০ জনপথের বাংলোতেই বৈঠক ডেকেছেন কংগ্রেস সভাপতি। সেখানে প্রথমে শীর্ষ কংগ্রেস নেতারা নিজেদের মধ্যে দলের কৌশল নিয়ে আলোচনা করবেন। তারপর ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতাদের সঙ্গেও কথা বলবেন কংগ্রেস সভাপতি।
বোঝাই যাচ্ছে পাঁচদিনের অধিবেশনকে সরকার যেমন লোকসভা ভোটের আগে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চাইছে, বিরোধীরাও চেষ্টা চালাবে যতদূর সম্ভব নিজেদের কথা তুলে ধরার। কংগ্রেসের অন্যতম ইস্যু আদানি গোষ্ঠীর সঙ্গে মোদী সরকারের বোঝাপড়া।
জানা গিয়েছে, মঙ্গলবারের বৈঠক নিয়ে খাড়্গে সোমবার তৃণমূল-সহ একাধিক দলের প্রথমসারির নেতার সঙ্গে ফোনে কথা বলেছেন। বিশেষ করে কংগ্রেস যে আদানি ইস্যুতে সরকারকে ফের চেপে ধরতে চায় সে কথা আগাম শরিক নেতাদের জানিয়ে রেখেছেন কংগ্রেস সভাপতি। সংসদের বাজেট অধিবেশনের গোড়ায় আদানি ইস্যুতে যৌথ সংসদীয় কমিটির দাবিতে গলা মেলায়নি তৃণমূল। এখনও ওই দাবিতে তৃণমূল অবস্থানের পরিবর্তন না করলেও আদানি ইস্যুতে জোড়াফুল শিবির জোরালো প্রতিবাদের পক্ষপাতী।
চলন্ত ট্রেনে মহিলা পুলিশের উপর ভয়ঙ্কর হামলা! মাঝরাতে বাড়িতেই শুনানি ডাকলেন প্রধান বিচারপতি