শেষ আপডেট: 10th June 2023 08:06
ডায়মন্ড লিগে নজর কাড়লেন মুরলী! নীরজ-বিকাশের পর পদক এল ভারতে
দ্য ওয়াল ব্যুরো: ডায়মন্ড লিগ মানেই মনে পড়ে নীরজ চোপড়ার নাম। জ্যাভলিন ছুড়ে ভারতের হয়ে সোনা এনে দিয়েছেন তিনি। একবার নয়, বেশ কয়েকবার তিনি দেশের হয়ে পদক জিতেছেন এই লিগে। এবার সেই তালিকায় নাম লেখালেন আরও এক ভারতীয়। মুরলী শ্রীশঙ্কর ডায়মন্ড লিগে লং জাম্পে তৃতীয় স্থান অর্জন করলেন।
ডায়মন্ড লিগে মুরলী তৃতীয় ভারতীয় হিসেবে পদক জিতলেন। এর আগে জ্যাভলিন থ্রোতে নীরজ চোপড়া ও ডিসকাস থ্রোয়ারে বিকাশ গৌড়া পদক জিতেছিলেন ডায়মন্ড লিগে। কমনওয়েলথ গেমসে রুপো জিতে প্রথম নজর কেড়েছিলেন মুরলী।
এই ইভেন্টে প্রথম স্থানে শেষ করেছেন মিলতিয়াদি টেনটগলু। ৮.১৩ মিটার দূরে ঝাঁপ মারেন। শ্রীশঙ্কর তাঁর থেকে মাত্র ৪ সেন্টিমিটার দূরে শেষ করেন। এই লিগে মুরলী ৮.০৯ মিটার পর্যন্ত জাম্প করেছেন।
এই টুর্নামেন্টে মুরলী প্রথম জাম্প দেন ৭.৭৯ মিটার, দ্বিতীয় লাফ শেষ করেন ৭.৯৪ মিটারে। তবে এদিন তাঁকে পদক এনে দেয় তাঁর তৃতীয় জাম্পে। সেই সময়ই তিনি অতিক্রম করেন ৮.০৯ মিটার। এটাই সেরা ছিল তাঁর। চতুর্থ ও পঞ্চম জাম্পে ফাউল করে বসেন শ্রীশঙ্কর।
২০২২ সালে কমনওয়েলথ গেমসে রুপো জিতেছিলেন তিনি। কিছুদিন আগেই গ্রিসে অনুষ্ঠিত পুরুষদের লং জাম্প ইভেন্টে সোনা জেতেন মুরলী।
একেই বলে ‘লর্ড শার্দূল’, ওভালে স্পর্শ করলেন ব্র্যাডম্যান, বর্ডারদের মহামূল্য নজির