বিধানসভায় শুভেন্দুর সঙ্গে দেখা করলেন আরজি করের নির্যাতিতার বাবা-মা।
শেষ আপডেট: 26th November 2024 13:27
দ্য ওয়াল ব্যুরো: আরজি করের ধর্ষিতা ও মৃতা তরুণী চিকিৎসকের বাবা-মাকে নিয়ে বিধানসভায় পৌঁছলেন বিজেপি নেতা সজল ঘোষ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন তাঁরা।
এদিন বেলা ১২টা নাগাদ সজলের সঙ্গে দু’টি গাড়িতে করে বিধানসভায় এসে পৌঁছন তাঁরা। বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন দু’জনেই। শুভেন্দু ছাড়াও সেখানে বিজেপির অন্য বিধায়করাও ছিলেন। সূত্রের খবর, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির সঙ্গেও দেখা করার কথা রয়েছে।
এদিন শুভেন্দুর সঙ্গে কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন নির্যাতিতার বাবা-মা। নির্যাতিতা ডাক্তারি ছাত্রীর মা বলেন, "দেখতে দেখতে ১০০ দিন পেরিয়ে গেল! এখনও জানতে পারলাম না, সেদিন রাতে আমার মেয়ের সঙ্গে ঠিক কী ঘটেছিল? কারা কারা এই অপরাধের সঙ্গে যুক্ত?"
নির্যাতিতার বাবা বলেন, "মেয়েটার অনেক স্বপ্ন ছিল। নিজের কর্মস্থলেই ওকে যে এভাবে শেষ হতে হবে ভাবতেও পারিনি।"
প্রসঙ্গত, গত ৮ অগস্ট মধ্যরাতে আরজি করের সেমিনার হলে নৃশংসভাবে খুন ও ধর্ষণের অভিযোগ উঠেছিল ডাক্তারি ছাত্রীকে। ধর্ষণ-খুনের ঘটনায় সঞ্জয় রায় ছাড়া দ্বিতীয় কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তা নিয়েও এদিন প্রশ্ন তোলেন নির্যাতিতার পরিবার।
প্রসঙ্গত, আরও সকলের মতো শুভেন্দুদেরও মেয়ের বিচারের জন্য তাঁদের পাশে দাঁড়ানোর আর্জি জানান নির্যাতিতার বাবা-মা। শুভেন্দু জানান, নির্যাতিতার বিচারের দাবিতে এর আগেও বিধানসভার মধ্যে একাধিকবার দাবি জানানো হয়েছে। একই দাবিতে আগামী ১০ ডিসেম্বর বিধানসভার ভিতরে এবং বাইরে বিজেপি বিধায়করা ধর্নায় বসবেন। সেখান থেকে অভিযুক্তদের কঠোর শাস্তি এবং দ্রুত বিচারের দাবি জানানো হবে।
এর আগে গত মাসে কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির অন্দরমহল থেকে শোনা গিয়েছিল, নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে পারেন শাহ। সে সময় এ ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। তবে শেষ পর্যন্ত সময়াভাবে শাহর সঙ্গে নির্যাতিতার পরিবারের দেখা হয়নি। এদিন সেই সজলের উদ্যোগেই বিধানসভায় বিরোধী দলনেতার সঙ্গে দেখা হল নির্যাতিতার বাবা-মায়ের।