শেষ আপডেট: 16th August 2024 00:20
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি বাংলাদেশে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বিশ্বখ্যাত পরিচালক ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ি। যা নিয়ে ওপার বাংলা তো বটেই এ পার বাংলাতেও শোরগোল তৈরি হয়েছে। নিন্দায় সরব হয়েছেন অভিনেতা-অভিনেত্রী-সহ সমাজের বিভিন্নস্তরের মানুষজন। এবার এ বিষয়ে মুখ খুললেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্য়ায়ও।
অভিনেতা বলেন, "ঘটনাটি খুবই দুঃখজনক। আমি মর্মাহত। বাংলাদেশে য়ে অরাজকতা চলছে, এটা তারই প্রতিফলন। আশাকরব আগামীদিনে সরকার এই অরাজকতা বন্ধ করতে পারবে।"
বাংলাদেশে কোটা বিরোধী যে আন্দোলন শুরু করেছিল বৈষম্য বিরোধী ছাত্র ঐক্য, সেই আন্দোলনে তাঁরও সমর্থ ছিল জানিয়ে পরমব্রত বলেন, "বাংলাদেশে একটা দমবন্ধ করা পরিবেশ ছিল। সেটার অবসান ঘটাতে ছাত্ররা আন্দোলনে নেমেছিলেন। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। তবু বিক্ষিপ্তভাবে হামললা হচ্ছে, বিশেষ করে সংখ্যালঘুদের ওপর। সরকারের উপদেষ্টারা ইউটিউবে শান্তির বার্তাও দিচ্ছেন। আশা করব সরকার শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক করতে পারবে।"
একই সঙ্গে পরমব্রত এও বলেন, "যতদূর জানি বাড়িটি অনেকদিন ঋতিক ঘটকের পরিবারের আওতায় ছিল না। সেখানে একটি হোমিওপ্যাথি টিকিৎসা কেন্দ্র ছিল। তা সত্ত্বে বলছি, ওটা ভেঙে ফেলাটা দুঃখজনক।"
রাজশাহি শহরের মিয়াপুর এলাকায় ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ি। সেখানেই ছোটবেলা কেটেছে তাঁর। সেই বাড়িই ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আর এই ঘটনায় অভিযোগ উঠেছে রাজশাহি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের বিরুদ্ধে। তারাই লোক দিয়ে এই কাজ করিয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের কড়া শাস্তির দাবি করেছে।
তাঁদের বক্তব্য, রাজশাহি হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের একদম পাশে এই বাড়ি, কিন্তু সেই বাড়ি ভেঙে দেওয়া হলেও হাসপাতালে কোনও আঁচ পড়েনি। এর থেকেই বোঝা যায় কারা এই ঘটনা ঘটিয়েছে। সংগঠনের অভিযোগ, ঋত্বিক ঘটকের বাড়ির জমির কিছুটা দখল করে আগেই হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বিল্ডিং বানিয়েছে। এবার পুরো জায়গা দখল করার জন্যই এই কাজ করা হল।