শেষ আপডেট: 27th February 2025 16:28
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি ডায়মন্ডহারবার হাসপাতালের (Diamond harbour hospital)আইসিইউতে ভর্তি এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে হাসপাতালেরই এক সাফাই কর্মীর বিরুদ্ধে। ইতিমধ্যে অভিযুক্ত সাফাই কর্মী বিনোদ পণ্ডিতকে গ্রেফতার করেছে পুলিশ।
ওই প্রসঙ্গ টেনে এবার নাম না করে তৃণমূলের সর্বভারতীয় সাধারাণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দিলীপ বলেন, "ডায়মন্ড হারবার মডেল খুব চর্চিত বিষয়। ওখানে নাকি পশ্চিমবঙ্গ সরকারের বাইরে প্যারালাল প্রশাসন চলে। হাসপাতালের মত জায়গায় যদি নাবালিকার শীলতাহানির ঘটনা ঘটে, এর থেকে খারাপ ও নক্কার জনক কিছু হয় না।"
দিলীপ সরাসরি অভিষেকের নাম উল্লেখ করেননি। তবে পর্যবেক্ষকদের অনেকের মতে, নাম না করে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেককেই নিশানা করেছেন দিলীপ।
বিজেপি নেতা বলেন, "পশ্চিমবঙ্গে এখন খুন ও ধর্ষণ রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে, এই ধরনের ঘটনার পিছনে কে! তৃণমূলের নেতারাই ধরা পড়েছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে। যারা রক্ষক! তারাই যদি ভক্ষক হয়, তাহলে প্রশাসন চলবে কীভাবে।"
যদিও বিজেপি নেতার বক্তব্যকে খণ্ডন করে তৃণমূলের কুণাল ঘোষ বলেন, "প্রচারে টিকে থাকার জন্য ভুলভাল মন্তব্য করছেন দিলীপ ঘোষ। ওই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ অভিযুক্তকে গ্রেফতারও করেছে।"
প্রসঙ্গত, সম্প্রতি কুম্ভ স্নানে যাচ্ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার নলপা গ্রামের একটি পরিবার। প্রয়াগরাজে যাওয়ার পথে ঝাড়খন্ডের ধানবাদ এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ওই পরিবারের ৪ জন সদস্যের। সেই পরিবারের সাথে দেখা করতে গিয়ে এদিন এই মন্তব্য করেন দিলীপ।