শেষ আপডেট: 7th March 2023 17:36
দ্য ওয়াল ব্যুরো: বেড়াতে গিয়ে অ্যাডভেঞ্চার অনেকেই পছন্দ করেন। প্যারাগ্লাইডিং (paragliding), বাঞ্জি-জাম্পিং এই ধরনের খেলাগুলোতে অংশ নিতে দেখা যায় অনেক পর্যটককেই (tourist)। কিন্তু যে প্যারাস্যুটে চড়ে আকাশে উড়ে বেড়ানোর কথা, সেই প্যারাস্যুটটিই যদি হঠাৎ ছিঁড়ে যায়! আর পর্যটককে ঝুলতে হয় বিদ্যুতের খুঁটি ধরে (electric pole)! তবে তো অ্যাডভেঞ্চারের আনন্দ দুঃস্বপ্নে পরিণত হয়।
ঠিক এমন ঘটনাই ঘটেছে কেরলের তিরুঅনন্তপুরমের পাপানাশম বিচে। দুই পর্যটক প্যারাগ্লাইডিংয়ের আনন্দ নিতে চড়েছিলেন প্যারাস্যুটে। কিন্তু আনন্দ খুব তাড়াতাড়ি পরিণত হয় আতঙ্কে। ওড়ার মাঝেই দু’জন দেখেন যে সময়ে প্যারাস্যুটটি খোলার কথা, সেই সময়ে তা খোলেনি।
নীচে মাটিতে আছাড় খেয়ে পড়ার ভয়ে সামনের ৫০ ফুট লম্বা একটি বিদ্যুতের খুঁটি দেখে আঁকড়ে ধরেন দু’জন। বিদ্যুতের পোলটির একদম উঁচুতে হাই-ভোল্টেজ তার বাঁধা ছিল। ফলে সামান্য এদিক-ওদিক হলেই বিদ্যুৎস্পৃষ্ট হতে পারতেন তাঁরা। কিন্তু প্রাণ বাঁচানোর তাগিদে ওই খুঁটিই তখন একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় দুই পর্যটকের কাছে।
হাড় হিম করা এই ভিডিওটি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এই দৃশ্য দেখেই শিউরে উঠেছেন নেটিজেনরা। তবে পরে জানা গেছে, ওই ঘটনার প্রায় দু'ঘণ্টা বাদে উদ্ধার করা সম্ভব হয়েছে সেই দুই পর্যটককে। দমকল বিভাগের কাছে ৫০ ফুট লম্বা মই না থাকায় উদ্ধারকার্যে বিলম্ব হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে স্থানীয় পুলিশ।
বিয়ারের বোতল ভেঙে নৃশংস মার, জনাইয়ে মায়ের সামনেই ছেলেকে খুন করল প্রতিবেশীরা