শেষ আপডেট: 1st February 2022 05:08
এবারও পেপারলেস বাজেট, ট্যাব নিয়ে সংসদে নির্মলা, পরনে মেরুন পাড় কমলা শাড়ি
দ্য ওয়াল ব্যুরো: গত বছর প্রথমবার ‘পেপারলেস বাজেট পেশ করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। চিরাচরিত প্রথা অনুযায়ী যে 'বহি-খাতা' নিয়ে বাজেট পেশ হতো এত বছর, তা না করে বাজেটের দিন তিনি সংসদে হাজির হন ট্যাব নিয়ে। এবারও তিনি ‘পেপারলেস’ বাজেটই পেশ করবেন।
জানা গেছে, ইতিমধ্যেই সংসদে পৌঁছেছেন অর্থমন্ত্রী। মেরুন রঙের পাড় দেওয়া খয়েরি শেডের শাড়ি পরেছেন তিনি। হাতে লাল ব্যাগে মোড়া ট্যাব। ব্যাগের উপর অশোকচক্র এমব্লেম করা। সকাল ১১টায় সংসদে বাজেট পেশ করবেন তিনি। তার পরে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন বাজেটের ওপর।
গতকাল, সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন। ক্যাবিনেট বৈঠকে অনুমোদনের পর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের মধ্যে দিয়ে শুরু হয়েছে অধিবেশন। এর পরেই আজ বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারমন। এটি তাঁর পেশ করা চতুর্থবারের বাজেট হতে চলেছে।
তবে এই প্রথমবার বাজেটের সকালে নিয়ম মেনে হালুয়া সেরেমনি করা হবে না। কোভিড প্রোটোকলের জন্যই বাদ রাখা হয়েছে এই পর্ব।
'স্বপ্ন আমার জোনাকি, দীপ্ত প্রাণের মণিকা, স্তব্ধ আঁধার উড়িছে নিশীথে আলোক কণিকা...' রবি ঠাকুরের এই কবিতা দিয়েই আগেরবার বাজেট ভাষণ শুরু করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। পরনে ছিল সাদা পাড় লাল শাড়ি। শুধু তাই নয়, বাজেট অধিবেশনে অর্থমন্ত্রীর গলাতে উঠে এসেছিল তামিল গীতিকার ও কবি তিরুপুরালের কলিও।
এবারও কি তেমন কিছু হবে, কৌতূহলে সকলে। অনেকেই মনে করছেন এবার সীতারমনের গলায় শোনা যেতে পারে জনপ্রিয় কবি মুন্সি প্রেমচাঁদের কোনও কবিতার লাইন।
এসব কৌতূহল ছাড়াও এই মুহূর্তে সাধারণ মানুষের বহু প্রশ্নেরই উত্তর লুকিয়ে নির্মলার ট্যাবে। বাড়বে কি আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা? কমবে কি গৃহঋণে সুদ? প্রত্যাশায় রয়েছেন সাধারণ মানুষ।