শেষ আপডেট: 9th August 2024 20:28
দ্য ওয়াল ব্যুরো: জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই ফোন করে কথা বললেন আরজিকর হাসপাতালে মৃত ছাত্রীর বাবার সঙ্গে। দিলেন তদন্তের আশ্বাস। ওই ছাত্রীর বাবা জানান, এদিন মুখ্যমন্ত্রী তাঁকে ফোন করে বলেন, কী কারণে তাঁর মেয়ের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হবে। তদন্তে কেউ দোষী হলে, তাকে ছাড়া হবে না।
এদিকে পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ দাবি করলেন নৃশংসভাবে খুন করা হয়েছে ওই ডাক্তারির ছাত্রীকে। এদিন হাসপাতালে আগাগোড়াই উপস্থিত ছিলেন তিনি। বিধায়ক বলেন, দেহে প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে। নৃশংসভাবে অন ডিউটি অবস্থায় খুন করা হয়েছে ওই তরুণীকে। প্রশাসনের সর্বস্তরের কর্তারা এই খুনের তদন্ত করছেন। দোষীকে সর্বোচ্চ শাস্তি দেওয়াই আমাদের লক্ষ্য।
ওই ছাত্রীর মায়ের দাবি খুন করা হয়েছে তাঁদের সন্তানকে। তিনি বলেন, "ওর চশমা ভাঙা ছিল। অর্ধনগ্ন অবস্থায় পড়ে ছিল দেহ। গায়ে অজস্র আঘাতের চিহ্ন। আমাদের একটামাত্র সন্তান। অনেক কষ্টে বড় করেছিলাম। ডাক্তার হয়েছিল মেয়ে। সব শেষ হয়ে গেল।"
কী কারণে ডাক্তারির ছাত্রীর এমন পরিণতি বুঝে খুন করা হল তা বুঝে উঠতে পারছে না পরিবার। অন্ধকারে সহপাঠীরাও। কলকাতার পুলিশ কমিশনার-সহ পদস্থ পুলিশ কর্তারা ঘটনার তদন্ত করছেন। ছাত্রী মৃত্যুর রহস্যের কিনারা হবে বলে পরিবারকে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রীও।