প্রকাশ্য রাস্তায় কাউন্সিলরের সঙ্গে মারধরের ঘটনায় এবার মধুরেন সমাপয়েৎ।
শেষ আপডেট: 14 June 2025 11:21
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: প্রকাশ্য রাস্তায় কাউন্সিলরের সঙ্গে মারধরের ঘটনায় এবার মধুরেন সমাপয়েৎ। দলের উচ্চ নেতৃত্বের নির্দেশে তরুণীকে আলিঙ্গন করে ও মিষ্টি মুখ করিয়ে মিটিয়ে নিলেন নিজেদের দ্বন্দ্ব।
মঙ্গলবার পানিহাটিতে এক তরুণীর সঙ্গে মারপিটে জড়ান ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী রায়। সেই ছবি ভাইরাল হতেই শোরগোল পড়ে গোটা পানিহাটিতে। পানিহাটির দণ্ড মহোৎসবতলা ঘাটের কাছে শ্রাবন্তী রায় বাইকে করে যাচ্ছিলেন। ওই তরুণী তখন স্কুটারে করে উল্টোদিক থেকে আসছিলেন। ওই মহিলার স্কুটার এসে লাগে শ্রাবন্তীর বাইকে। শুরু হয় দুজনের বিতণ্ডা।
ঝগড়া চলাকালীন কাউন্সিলার গাড়ি থেকে নেমে প্রতিবাদ করেন। অভিযোগ, ওই তরুণীকে একটি চড়ও মারেন। তখনই ওই তরুণী কাউন্সিলরের চুলের মুঠি ধরে রীতিমতো মারপিটে জড়িয়ে পড়েন। বেশ কিছুক্ষণ ধরে চলে মারপিট। পরে স্থানীয়রা এসে ছাড়িয়ে নেন তাঁদের।
সূত্রের খবর, রাস্তায় প্রকাশ্যে দলের কাউন্সিলরের এহেন মারমুখী চেহারা তৃণমূলের উচ্চ নেতৃত্ব মোটেও ভালোভাবে নেননি। তাঁরাই নাকি দলের অন্যান্যদের বিষয়টি বসে মিটিয়ে নিতে বলেন। যেমন বলা তেমন কাজ। অবশেষে কাউন্সিলর শ্রাবন্তী রায় এবং ওই তরুণীকে পার্টি অফিসে ডেকে পাঠানো হয়। সেখানেই তাঁরা নিজেদের মধ্যে কথা বলে সমস্ত গন্ডগোল মিটিয়ে নেন। এরপর একে অপরকে ক্যাডবেরি খাইয়ে নিজেদের সম্পর্ককে মধুর করার অঙ্গীকার নিলেন। দুজনেই জানালেন, যা হয়েছে ঠিক হয়নি। এখন তাঁরা নিজেদের ভুল বুঝে সমস্ত কিছু মিটিয়ে নিয়েছেন।
পানিহাটি পৌর এলাকার ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী রায় কে মনে আছে তো। যিনি তার কন্যাসম একটি মেয়েকে রাস্তায় শাসন করতে গিয়ে বেধড়ক মার খেলেন। রাস্তার মাঝে চুলের মুঠি ধরে মারামারি মনে পড়ছে। তবে এবার স্থানীয় সেই মেয়েটির সাথে সমস্ত রাগ দ্বন্দ্ব মিটিয়ে নিলেন কাউন্সিলর শ্রাবন্তী রায়।