শেষ আপডেট: 1st February 2025 10:09
দ্য ওয়াল ব্যুরো: সাত সকালে বন্ধ দোকানের ভেতর থেকে গল গল করে বেরোচ্ছে কালো ধোঁয়া। ঘটনাস্থল ধর্মতলা। যার জেরে শনিবার সাত সকালে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আর কোথাও 'ফায়ার পকেট' রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রের খবর, ধর্মতলার মোড়ের কাছে ৪ বাই ১ হগ স্ট্রিট একটি পানশালায় আগুন লাগে। পাশেই রয়েছে একটি জনপ্রিয় বিরিয়ানির দোকান। এলাকাটি যথেষ্ট ঘিঞ্জি হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
তবে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। প্রত্যক্ষদর্শীরা জানান, দমকলের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেত।
শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে। তবেকীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। কারণ খতিয়ে দেখছেন দমকল কর্মীরা।