শেষ আপডেট: 9th June 2023 03:43
দ্য ওয়াল ব্যুরো: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার ক্ষত এখনও দগদগে। দুর্ঘটনায় আহতদের এখনও চিকিৎসা চলছে ওড়িশার বিভিন্ন হাসপাতালে। অনেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার মধ্যেই ফের ওড়িশায় মালগাড়ি দুর্ঘটনা হয়। ট্রেনে দুর্ঘটনা ও আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। এর মধ্যে ফের খবর এল ওড়িশার (Odisha) নুয়াপাড়ায় পুরীগামী ট্রেনের এসি কামরার নীচে আগুন (Fire On Train) লেগেছে। যদিও বড়সড় বিপদ ঘটেনি। তবে ঘটনাকে ঘিরে আবারও আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্য়ে।
জানা গেছে, ইস্ট-কোস্ট রেলের (পূর্ব উপকূলীয় রেল) কর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১০ টার পরে ওড়িশার নুয়াপাড়ায় ডাউন ১৮৪২৬ দুর্গ-পুরী এক্সপ্রেসের এসি কোচের নীচে আগুন লেগে যায়। ব্রেক প্যাডের সংঘর্ষের জেরে সেই আগুন লেগেছিল। দ্রুত আগুন নিভিয়ে ফেলেন দমকল কর্মীরা। কোচের মধ্যে আগুন ছড়ায়নি। কোনও হতাহতেরও খবর মেলেনি। রেল সূত্রে জানা গেছে, এক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ফের চাকা গড়ায় ডাউন ১৮৪২৬ দুর্গ-পুরী এক্সপ্রেসের।
ওড়িশার নুয়াপাড়া জেলার নুয়াপাড়া খারিয়ার স্টেশনে দুর্গ-পুরী এক্সপ্রেস ঢোকার পরেই আগুন দেখতে পান যাত্রীরা। ধোঁয়ায় ভরে যায় বি৩ কোচ। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। চেঁচামেচি শুরু হয়ে যায়। যাত্রীরা দ্রুত রেল কর্তৃপক্ষকে খবর দেন। খবর পেয়ে স্টেশনে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।
রেলের কর্তারা জানিয়েছেন, ট্রেনের চেন টানার পর ব্রেক প্যাড ঠিকমতো কাজ করেনি। ব্রেক প্যাডের সংঘর্ষের জেরে আগুন লেগে যায়। আগুন নেভানোর পর রাত ১১ টা নাগাদ পুরীর উদ্দেশে রওনা দেয় এক্সপ্রেস ট্রেন।
উল্লেখ্য, ঠিক সাতদিন আগেই ওড়িশার বালাসোরে বাহানগা বাজার স্টেশনের কাছে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার সাক্ষ্মী থেকেছে দেশ। মালগাড়িতে ধাক্কা মেরে লাইনচ্যুত হয়েছিল করমণ্ডল এক্সপ্রেস। ট্রেনটির ২১টি কামরা লাইন থেকে ছিটকে গিয়েছিল। কয়েকটি উঠে পড়েছিল মালগাড়ির উপরে। সেইসময় অন্য লাইন দিয়ে আসছিল ডাউন বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস যা যা করমণ্ডলের কোচে ধাক্কা মেরে লাইনচ্যুত হয়ে যায়। হাওড়াগামী ট্রেনেরও একাধিক কোচ লাইন থেকে ছিটকে যায়। ওই ঘটনায় প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন হাজারের বেশি।