শেষ আপডেট: 21st April 2023 13:54
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের (Pakistan) কোনও কেবল অপারেট (Cable Operators) কোনও ভারতীয় চ্যানেল দেখাতে পারবে না! পাকিস্তান সরকার এই ব্যাপারে আরও কড়া বিবৃতি জারি করল। সংবাদমাধ্যম সূত্রে খবর, যেসব কেবল অপারেটর নিয়ম লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ) জানিয়েছে যে, বেশ কয়েকটি কেবল অপারেটর দেশের সুপ্রিম কোর্ট নির্ধারিত নিয়ম লঙ্ঘন করছে। সেই অভিযোগের ভিত্তিতে পিইএমআরএ-এর করাচি আঞ্চলিক অফিস কয়েকটি কেবল অপারেটর অফিসে হানা দেয়।
বিবৃতিতে বলা হয়েছে, পিইএমআরএ-এর লাইসেন্স প্রাপ্ত কোনও চ্যানেল দেখানো যাবে না পাকিস্তানে। যদি তার অন্যথা হয় তবে ব্যবস্থা নেওয়া হবে। পাকিস্তানের সিন্ধ ও পাঞ্জাব এলাকার কেবল অপারেটর সেন্টারে পিইএমআরএ-এর দল তল্লাশি অভিযান চালায়। সেখানে বেশকিছু বেআইনি সামগ্রী মিলেছে। যা বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি শো-কজ নোটিসও পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, অতীতে বারবার পাকিস্তানে ভারতীয় চ্যানেলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২০১৮ সালে পাক সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় টিভি চ্যানেলে ভারতীয় কনটেন্ট দেখানো যাবে না। তারপর থেকেই তৎপর হয়ে ওঠে পিইএমআরএ।
ককপিটে বান্ধবীর সঙ্গে প্রেমালাপ, শাস্তির মুখে পাইলট! কারা সেখানে ঢুকতে পারে জানেন?