শেষ আপডেট: 20th June 2023 02:44
দ্য ওয়াল ব্যুরো: গ্রিসের উপকূলের নৌকাডুবির (Greece boat tragedy) ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে। গত বুধবার দুপুরে অন্তত ৭৫০ জনকে নিয়ে পেলোপোনেস উপদ্বীপের কাছে উল্টে যায় নৌকা। মৃত্যু হয় অন্তত ৩০০ জনের। সকলেই পাকিস্তানের নাগরিক বলেই মনে করা হচ্ছে। নিহতদের মধ্যে শতাধিক শিশু রয়েছে বলে জানা গেছে। স্থানীয় সংবাদমাধ্য়মের দাবি, পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল পাকিস্তানিদের। এই ঘটনায় ১০ জনকে গ্রেফতারও করা হয়েছে পাক-অধিকৃত কাশ্মীর থেকে।
স্থানীয় প্রশাসনের এক কর্তা চৌধরি শওকত বলেছেন, ‘‘দীর্ঘদিন ধরেই মানবপাচার হচ্ছে। পাচারকারীরা অন্তত ৭০০ জনকে নৌকায় চাপিয়ে নিয়ে যাচ্ছিল। তাঁদের মধ্যে তিন শতাধিক ছিলেন পাকিস্তানের নাগরিক।’’ রাষ্ট্রপুঞ্জের শরণার্থী বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি পুরনো মরচে ধরা নৌকায় ৭৫০ লোককে তোলা হয়েছিল। পাক বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কত জন নৌকায় ছিলেন, সে বিষয়ে নিশ্চিত করে তারা কিছু জানতে পারেনি। ১২ জনকে বাঁচানো গিয়েছে। তাঁরা সকলেই পাকিস্তানি।
চিন-পাকিস্তানের ঘুম উড়িয়ে ফাইটার জেট ইঞ্জিন তৈরি হবে ভারতে, চুক্তি চূড়ান্ত মোদীর মার্কিন সফরে
এদিকে এ ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সোমবার দেশজুড়ে শোক দিবস পালনের ডাক দিয়েছেন। এদিন দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, ‘‘মানব পাচারের মতো নৃশংস অপরাধের সঙ্গে যারা যুক্ত রয়েছে, তাদের প্রত্যেককে কঠিন শাস্তি দেওয়ার বিষয়ে জোর দিয়েছেন শরিফ।’’ দেশজুড়ে তল্লাশি অভিযান শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত দশ জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তবে তাদের জেরা করে কী তথ্য পাওয়া গেছে তা সামনে আসেনি।