শেষ আপডেট: 6th August 2023 10:49
দ্য ওয়াল ব্যুরো: ভালবাসা কিছুতেই আর দেশ-কালের গণ্ডি মানছে না। সেই সে সীমানা পেরিয়ে পাকিস্তান থেকে ভারতে এসেছিলেন সীমা হায়দার, তারপর থেকে সেই ট্র্যাডিশন সমানে চলছে। এমনকী, সামনা-সামনি দেখা হচ্ছে না তো কী, ভার্চুয়ালই সই! সীমার পরেই ভারতের অঞ্জু পাকিস্তানে গিয়ে প্রেমিকের সঙ্গে বিয়ে সেরেছিলেন। এবার পাকিস্তানের এক তরুণী ভারতের যোধপুরের এক যুবকের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন, তাও আবার ভার্চুয়ালি (Pakistan Woman Virtually Marries Jodhpur Man)!
গত বেশ কয়েকদিন ধরেই চর্চায় উঠে এসেছে সীমানা পেরোনো প্রেম। সীমা হায়দার ৪ সন্তানকে নিয়ে ভারতে এসে বিয়ে করেছিলেন নয়ডার এক যুবককে। সেই ঘটনা নিয়ে চর্চা শুরু হওয়ার কিছুদিন পরেই যোধপুরের তরুণী অঞ্জু স্বামী সন্তানদের ফেলে পাকিস্তানের গিয়ে বিয়ে করেছিলেন প্রেমাস্পদকে। আর এবার করাচির বাসিন্দা আমিনা ভারতের যোধপুরের বাসিন্দা প্রেমিক আরবাজ খানের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন, তবে অঞ্জু কিংবা সীমার থেকে আরও এক ধাপ এগিয়ে গিয়ে ভার্চুয়ালি বিয়ে করলেন তিনি। তার কারণ হল ভারতে আসার বৈধ ভিসা পাননি আমিনা।
আরবাজ পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। বুধবার বিয়ে উপলক্ষে বন্ধু এবং পরিবারের সদস্যদের নিয়ে যোধপুরের অসওয়াল সমাজ ভবনে পৌঁছে গিয়েছিলেন তিনি। রীতিমতো বরবেশে সেজেগুজে ভার্চুয়ালি সমস্ত আচার অনুষ্ঠান পালন করে নিকা সেরেছেন তিনি। তাঁর পরিবারের সদস্যরাও অংশ নিয়েছিলেন সেই অনুষ্ঠানে।
যদিও সীমা কিংবা অঞ্জুর সঙ্গে মূলগতভাবে তফাৎ রয়েছে আমিনার বিয়ের ঘটনার। আরবাজ জানিয়েছেন, এটি প্রেমের বিয়ে নয়। দুই পরিবারের তরফে রীতিমতো সম্বন্ধ করেই তাঁদের বিয়ের আয়োজন করা হয়েছিল। পাকিস্তানে তাঁর কিছু আত্মীয়-স্বজন রয়েছেন, তাঁরাই সম্বন্ধ দেখেছিলেন।
কিন্তু অনলাইনে বিয়ে করার কারণ কী? আরবাজ জানিয়েছেন, এখন ভারত পাকিস্তান সম্পর্ক তেমন ভাল নয়। তার মধ্যে ভিসা পাচ্ছিলেন না আমিনা। তাই চটজলদি যৌথ জীবন শুরু করতে অনলাইনই ভরসা। ভার্চুয়ালি হলেও চার হাত এক হয়েছে। এবার পাকাপাকিভাবে বৈধ ভিসা নিয়ে ভারতে আসার চেষ্টা করবেন আমিনা।
ফেসবুক লাইভে ফের বিস্ফোরক মদন, ‘কিছু দালাল চিটিংবাজ দলে ঢুকে নোংরামি করছে’